কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এমন গোল আরো করতে চান কেইন

মানবজমিন প্রকাশিত: ২৩ জুলাই ২০১৯, ০০:০০

মাঝমাঠ থেকে লম্বা কিক নিলেন হ্যারি কেইন। জুভেন্টাস গোলরক্ষক উইচেক সেজনি ভেসে আসা বলটা থামানোর জন্য পেছাতে পেছাতে একেবারে পোস্টের ভেতরে ঢুকে গেলেন। তবু থামাতে পারেননি। বলটা জড়িয়েই গেল জালে। ইংলিশ স্ট্রাইকার কেইনের অসাধারণ গোলে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব জুভেন্টাসের বিপক্ষে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে ৩-২ গোলে জিতেছে হটেনহ্যাম হটস্পার। ৫০ মিটার দূর থেকে করা হ্যারি কেইনের এ গোল ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। নিজের এই গোল নিয়ে ম্যাচ শেষে কেইন বলেন, ‘আমার আগে ডেভিড বেকহাম ও ওয়েইন রুনি দূরপাল্লার শটে গোল করেছে। আমিও বেশ কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। এবারের প্রচেষ্টায় সফল। আমি ইংলিশ প্রিমিয়ার লীগ অথবা চ্যাম্পিয়ন্স লীগে ওমন একটা গোল করতে চাই।’ শনিবার সিঙ্গাপুর ন্যাশানাল স্টেডিয়ামে জুভেন্টাসের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচের ৩০তম মিনিটে এগিয়ে যায় টটেনহ্যাম। গোল করেন আর্জেন্টাইন মিডফিল্ডার এরিক লামেলা। দ্বিতীয়ার্ধের শুরুতে আরেক আর্জেন্টাইন গঞ্জালো হিগুয়েন সমতায় ফেরান জুভেন্টাসকে। ৬০তম মিনিটে রোনালদোর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইতালিয়ান জায়ান্টরা। ৬৩তম মিনিটে রোনালদোকে ব্রাজিয়িান মিডফিল্ডার ম্যাথিয়াস পেরেইরার বদলি করা হয়। দুই মিনিট পরই ব্রাজিলিয়ান লুকাস মৌরার গোলে স্কোর লেভেল করে টটেনহ্যাম। এরপর যোগ করা সময়ে (৯০+৩) অসাধারণ গোলটি করেন হ্যারি কেইন। জুভেন্টাসের হয়ে এটি ছিল কোচ মাউরিসিও সারি ও নতুন সাইনিং ম্যাথিয়াস ডি লিটের প্রথম ম্যাচ। ৬৩তম মিনিটে লিওনার্দো বোনুচ্চির বদলি হিসেবে খেলতে নামেন ১৯ বছর বয়সী এই ডাচ ডিফেন্ডার। বুধবার ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইন্টার মিলানের মুখোমুখি হবে জুভরা। এরপর তারা খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও