কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন ইমরান আহমদ

মানবজমিন প্রকাশিত: ২১ জুলাই ২০১৯, ০০:০০

সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ও সিলেট-৪ আসন (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) থেকে নির্বাচিত সংসদ সদস্য ইমরান আহমদ গতকাল দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছেন। শনিবার সকাল ৬টায় ঢাকাস্থ নিজ বাসভবন থেকে গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীসহ তিনি বঙ্গবন্ধুর মাজার জিয়ারতের উদ্দেশ্যে বের হন। মাজার জিয়ারত শেষে তিনি ও তার সফর সঙ্গীরা সেখানে এক দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এ সময় মুক্তিযুদ্ধের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ জাতির জনকের পরিবার পরিজনদের নেক হায়াত কামনা করে বিশেষ মোনাজাত করেন। বঙ্গবন্ধুর মাজার জিয়ারত ও দোয়া মাহফিলে এ সময় অন্যদের মধ্যে ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহীম, জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি শামীম আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ গোলাম কিবরিয়া হেলাল, কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, তরুণ আওয়ামী লীগ নেতা ও ক্রীড়া সংগঠক কামরুল হাসান প্রমুখ। ,  কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার সিনিয়র সহসভাপতি শামছুল আলম, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক  মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ফাতেমা, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান মেম, জেলা ছাত্রলীগ নেতা এম নিজাম উদ্দিন প্রমুখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও