কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সিলেটে যুবলীগ নেতা জাকিরের শোডাউন

মানবজমিন প্রকাশিত: ২১ জুলাই ২০১৯, ০০:০০

সম্মেলন ও কাউন্সিলে ষড়যন্ত্র করা হলে দাঁতভাঙ্গা জবাব দেয়ার হুঁশিয়ারি জানিয়েছেন যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। তৃণমূল ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে এসির হাওয়ায় বসে নাদুস-নুদুস কেউ পদ পদবি ভাগিয়ে নেয়ার পাঁয়তারা করলে তা যেকোনো মূল্যে প্রতিহত করা হবে। কতিপয় পদলোভীর চক্রান্তের ফসল গোপনীয় ওয়ার্ড কমিটির কথিত পকেট কাউন্সিলের মাধ্যমে নীল নকশার ব্যাপারে সজাগ রয়েছে কর্মীরা। তারা বলেন, রাজপথের পরীক্ষিত তারুণ্য নির্ভর নেতৃত্বে বাধা হয়ে দাঁড়ালে তা রুখে দেবে মুজিবীয় আদর্শের নিবেদিত সৈনিকরা। আগামী ২৭শে জুলাই সিলেট মহানগর যুবলীগের সম্মেলনকে স্বাগত জানিয়ে মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের অনুসারীরা নগরীতে বিশাল শো’ডাউন পরবর্তী এক সভায় দ্ব্যর্থহীনভাবে এ হুঁশিয়ারি জানান। বিকাল সাড়ে ৩টায় নগরীর রেজিস্ট্রারি ময়দান থেকে মহানগর যুবলীগের সিনিয়র সদস্য জাকিরুল আলম জাকিরের নেতৃত্বে এ শো’ডাউনে অংশগ্রহণ করেন বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের হাতে হাতে দলীয় সভানেত্রী ও দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা রংয়ের ছবি সম্বলিত প্ল্যাকার্ড ছিল। গলা ছাড়িয়ে স্লোগানে মুখরিত করে নগরীর রাজপথ তারা। স্লোগানে সম্মেলন ও কাউন্সিলের প্রচারসহ কমিটিতে ত্যাগীদের মূল্যায়নের জোরালো আওয়াজ তোলে নেতাকর্মীরা। উৎসুক নগরবাসী এ সময় হাত নেড়ে প্রচার মিছিলে সমর্থন জানান। প্রচার মিছিলকালে তীব্র যানজটের সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্তরিকভাবে সামলে নেন তা। প্রচার মিছিল সুশৃঙ্খলভাবে নগরীর বিভিন্ন পয়েন্ট পাড়ি দিয়ে মিলিত হয় চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে। মহানগর যুবলীগের নেতা সেবুল আহমদ সাগরের সভাপতিত্বে ও আব্দুর রহমান সুমেলের পরিচালনায় শহীদ মিনারে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন, মহানগর যুবলীগের সিনিয়র সদস্য সাবেক ছাত্রনেতা জাকিরুল আলম জাকির ও জেলা যুব মহিলা লীগ নেত্রী তাসমীহ বিনতে স্বর্ণা। অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন- এইআর শাকিল, মাহফুজুর রহমান তান্না, সৈয়দ নাহিদ রহমান সাব্বির, রাজু আহমদ আনছার আহমদ, আরিফুর রহমান বাবু, সুলতান নাহিদ পাশা, ইশমাম কোরেশী নায়িব, ইব্রাহীম খলিল প্রমুখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও