কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কক্সবাজার সদর হাসপাতালে বিশ্বমানের জরুরি বিভাগ চালু

মানবজমিন প্রকাশিত: ২১ জুলাই ২০১৯, ০০:০০

উন্নত চিকিৎসায় অত্যাধুনিক সিস্টেমসহ কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগকেই বিশ্বমানে উন্নীত করা হয়েছে। গতকাল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশ্বমানের আধুনিক এ জরুরি বিভাগ। হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের জরুরি বিভাগকে সংস্কার করে আধুনিক ও আন্তর্জাতিকমানের রূপ দিতে আন্তর্জাতিক রেডক্রস কমিটি আইসিআরসি নতুনভাবে সংস্কার কাজে অর্থায়ন ও বাস্তবায়ন করেছে। আইসিআরসি সদর হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। হাসপাতালটি জেলার স্থানীয় জনগণ ও রাখাইন থেকে কক্সবাজারে আশ্রয় নেয়া মানুষদের উন্নত চিকিৎসার ভরসাস্থল। তাই আন্তর্জাতিক বিভিন্ন স্বীকৃত মানদণ্ড অনুযায়ী জরুরি স্বাস্থ্য সেবার মান বাড়ানোর লক্ষ্যে আইসিআরসি সদর হাসপাতালের জরুরি বিভাগের সংস্কার কাজ বাস্তবায়ন করেছে। কক্সবাজার জেলার সদর হাসপাতালের জরুরি বিভাগকে সহায়তা দিতে ২০১৮ সালের ১২ই আগস্ট আইসিআরসি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সঙ্গে ৩ বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল। শনিবার দুপুরে নতুন এই জরুরি বিভাগ উদ্বোধন করেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। ওই সময় তার সঙ্গে ছিলেন দাতা সংস্থা আন্তর্জাতিক রেডক্রসের (আইসিআরসি) বাংলাদেশের ডেলিগেশন প্রধান জেরার্ড পেট্রিকনেট। এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মহিউদ্দিন, সহকারী পরিচালক ডা. রফিকুস সালেহীন, সহযোগী অধ্যাপক (সার্জারি) ডা. শাহা আলম, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শাহীন মোহাম্মদ আবদুর রহমান চৌধুরী, নবনিযুক্ত আরএমও (প্রশাসন) ডা. নোবেল কুমার বড়ুয়া, আবাসিক ফিজিসিয়ান মোহাম্মদ শাহজাহান, আবাসিক সার্জন (আরএস) ডা. টুটুল তালুকদার প্রমুখ। এছাড়া বিভিন্ন সাহায্য সংস্থার প্রতিনিধিরাও এ সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে জেলা সদর হাসপাতালের বিএন পাল কনফারেন্স হলে সংক্ষিপ্ত সভা হয়। ওই সভায় প্রধান অতিথি ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, চিকিৎসাসেবার মান বাড়াতে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। এছাড়াও বক্তব্য রাখেন দাতা সংস্থা আন্তর্জাতিক রেডক্রসের (আইসিআরসি) বাংলাদেশের ডেলিগেশন প্রধান জেরার্ড পেট্রিকনেট। তিনি বলেন, বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধ চলাকালীন সময় থেকে আইআরসি এখনো কাজ করে যাচ্ছে। আমরা দেখেছি দক্ষিণ এশিয়ার মানুষ স্বাস্থ্যসেবা নিতে গিয়ে সহিংসতা করেন। আমরা চাই না বাংলাদেশে এমনটি হোক। তিনি বলেন, আমরা চাই এখানকার মানুষ বিশ্বমানের স্বাস্থ্যসেবা পাবে। এজন্য আইসিআরসি কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠী ও রোহিঙ্গাদের চিকিৎসার মান উন্নত করতে কাজ করে যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও