কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হবিগঞ্জে পানিসম্পদ প্রতিমন্ত্রী সকল অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে

মানবজমিন প্রকাশিত: ২১ জুলাই ২০১৯, ০০:০০

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, পর্যায়ক্রমে হবিগঞ্জের সকল অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। ঝুঁকিপূর্ণ নদীর বাঁধে গাইড ওয়াল দেয়া হবে। শহরবাসীকে ঝুঁকিমুক্ত করতে নদী রক্ষায় মেগা প্রকল্প তৈরি করা হয়েছে। দ্রুত তা বাস্তবায়নের জন্য কাজ চলছে। গতকাল সকালে হবিগঞ্জের নতুন ও পুরাতন খোয়াই নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলোচনার সময় তিনি এসব কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিকট বাংলাদেশী নারীর দেশবিরোধী মিথ্যে অভিযোগের ব্যাপারে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মতো এত সম্প্রতি কোথাও নেই। আমরা যেভাবে তাদের উৎসবে যাই, তারা আমাদের উৎসবে আসে সে নজির পৃথিবীর কোথাও নেই। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন সংসদ সদস্য দেওয়ান শাহ নেওয়াজ মিলাদ গাজী, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। পরে মন্ত্রী নবীগঞ্জ উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। উল্ল্যেখ্য, হবিগঞ্জের খোয়াই নদীর শহর রক্ষা বাঁধ হুমকির মুখে রয়েছে। খোয়াই নদী রক্ষায় অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। এছাড়া মরা খোয়াই নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ করে নয়নাভিরাম লেক করতে প্রায় একটি মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও