কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিশ্বকাপ ফাইনালের ফল ন্যায্য হয়নি: মরগান

মানবজমিন প্রকাশিত: ২০ জুলাই ২০১৯, ০০:০০

মূল ম্যাচ ও সুপার ওভার টাই হওয়ার পর বাউন্ডারিতে এগিয়ে থাকায় এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। তবে অনেকের মতোই ইংলিশ অধিনায়ক এউইন মরগান মনে করেন ফাইনালের ফল ন্যায্য হয়নি। বৃটিশ সংবাদমাধ্যম টাইমসকে মরগান বলেছেন, ‘দুই দলের মাঝে যখন তেমন কোনো পার্থক্য নেই তখন এ ধরনের ফল ন্যায্য বলে মনে করি না আমি। ফাইনাল ম্যাচে এমন কোনো মুহূর্ত আসেনি যখন আপনি বলতে পারবেন, ম্যাচটা ফসকে গেলো! আমি স্বাভাবিকই আছি। কী ঘটেছে তা মাঠে থেকেই দেখেছি। হ্যাঁ, শুরু থেকেই আমরা জয়ের যোগ্য দাবিদার। তবে এটি হজম করা সহজ হবে বলে মনে করি না।’ফাইনাল শেষে কিউই অধিনায়ক কেন উইলিয়ামস বলেছিলেন, এমন ফল মানতে খুব কষ্ট হচ্ছে তার। দলের কোচ গ্যারি স্টিড বলেন, ট্রফিটা ভাগাভাগি করলেই বরং ভালো হতো। মরগান বলেন, ‘কেনের সঙ্গে গত কয়েকদিন ধরেই কথা হচ্ছে। যৌক্তিকভাবে আমরা এ সিদ্ধান্তে আসতে পারিনি যে, কেউ ম্যাচে হাল ছেড়েছি।’গত ১৪ই জুলাই লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডের ২৪১ রানের জবাবে টাই করে ইংল্যান্ড। এরপর সুপার ওভারে ইংলিশদের দেয়া ১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডও টাই করে। মূল ম্যাচ ও সুপার ওভার মিলিয়ে ইংল্যান্ডের বাউন্ডারি বেশি ছিল। তাই আইসিসির নিয়মে চ্যাম্পিয়ন হয় দলটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও