কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাজারহাটে প্রয়াত ডা. হাকিমের পরিবারকে প্রধানমন্ত্রীর ১৫ লাখ টাকার অনুদান

মানবজমিন প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯, ০০:০০

কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যানন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল হাকিমের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১৫ লাখ টাকার অনুদানের চেক ১৫ই জুলাই গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডা. আব্দুল হাকিমের একমাত্র পুত্র আহসান হাবীবের (২২)-এর হাতে তুলে দেন। কিন্তু ডা. আব্দুল হাকিম ১৪ই জুলাই রোববার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ডা. আব্দুল হাকিম লিভার ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। হতদরিদ্র আব্দুল হাকিমের পরিবার ধারদেনা ও অন্যের সহযোগিতায় রংপুর ও পরে ঢাকায় কিছুদিন চিকিৎসা করার পর অর্থ সংকুলান না হওয়ায় তাকে বাড়িতে নিয়ে আসেন। পরে বিষয়টি প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব রাজারহাটের কৃতী সন্তান এ বি এম সরওয়ার-ই- আলম সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি ডা. আব্দুল হাকিমের পুত্র আহসান হাবীবকে তার বাবার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিকিৎসা ও পুনর্বাসনের জন্য আর্থিক সহযোগিতার আবেদন করার পরামর্শ দেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ডা. আব্দুল হাকিমের পরিবারের জন্য ১০ লাখ টাকার মাসিক মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এবং গৃহনির্মাণ বাবদ ৫ লাখ টাকার চেক অনুমোদন করেন। মৃত্যুকালে ডা. আব্দুল হাকিম স্ত্রী, ৩ কন্যা ও ১ পুত্র রেখে গেছেন। কয়েক দফা তিস্তার প্রবল ভাঙনে তিনি সবকিছু হারিয়ে বর্তমান তার স্ত্রীর বাবার দান করা ১৫ শতাংশ জায়গায় বিদ্যানন্দ ইউপির রতি মৌজায় পরিবার-পরিজন নিয়ে বসবাস করতেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও