কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করেছে আর্থার’

মানবজমিন প্রকাশিত: ১৪ জুলাই ২০১৯, ০০:০০

কোচ মিকি আর্থারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সাবেক পাকিস্তান লেগ স্পিনার আব্দুল কাদির। বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে ব্যার্থ হওয়ার পর আব্দুল কাদির বলেন, ‘মিকি আর্থার পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করেছে।’মিকি আর্থারের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চুক্তি শেষ। তবে জল্পনা উঠেছে আরো একবছরের জন্য আর্থারের সঙ্গে চুক্তি করবে পিসিবি। এর আগে আর্থারকে নিয়ে রীতিমতো বোমা ফাটালেন সাবেক এই লেগ স্পিনার। পাকিস্তান সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে কাদির বলেন, ‘পাকিস্তান দলের প্রতিভাবান ক্রিকেটারদের বসিয়ে রেখেছে আর্থার। উমর আকমল, আহমেদ শেহজাদ, সামি আসলাম, সালমান বাট, সোহেল খান এবং আরো অনেককে বসিয়ে রেখেছেন আর্থার। তাদের সবাই অভিজ্ঞ, এবং তারা ফর্মেও ছিল। তাদের মতো ক্রিকেটারদের দলে রাখলে পাকিস্তান আরো সামনে এগোতে পারতো। আর্থার পাকিস্তান দলটাকে ধ্বংস করে দিয়েছে।’বিশ্বকাপে বাজেভাবে শুরু করার পর শেষে দারুণভাবে ঘুড়ে দাড়ায় পাকিস্তান। সেমিফাইনালে সম্ভাবনা জাগিয়ে ছিল সরফরাজের দল। নিউজিল্যান্ডের সমান ১১ পয়েন্ট নিয়েও সেমিফাইনালে যেতে পারেনি পাকিস্তান। সরফরাজদের দারুণভাবে ঘুরে দাড়ানোকে সফল্য হিসেবে দেখতে চান না আব্দুল কাদির। তিনি বলেন, ‘এটা হতাশজনক, বিশ্বকাপে বাজে পারফর্মেন্স করার পরও তারা নিজেদের সফল মনে করছে। তারা যদি ভেবে থাকে শেষের চার ম্যাচে জিতে তারা সাফল্য অর্জন করে ফেলেছে, তাহলে আমি বলবো তারা ভুল।’বিশ্বকাপের পর প্রশ্ন উঠেছে সরফরাজের অধিনায়কত্ব ছাড়া নিয়েও। তবে ৬৩ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার সরফরাজের অধিনায়কত্ব থেকে সড়ানোর পক্ষে নন। তিনি বলেন, ‘কোচিং স্টাফদের সড়ানো উচিত সরফরাজকে নয়। সে একজন যোদ্ধা তা সরফরাজ আগেও প্রমাণ করেছে। বর্তমানে তার পারফর্মেন্স দেখে তাকে সড়িয়ে দেয়ার পক্ষে আমি নই। সরফরাজ আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও