কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ওবায়দুল কাদেরের মুখে বড় কথা মানায় না: সেলিমা রহমান

মানবজমিন প্রকাশিত: ১৩ জুলাই ২০১৯, ০০:০০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মুখে বড় কথা মানায় না বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।, ‘সাহস থাকলে বিএনপি তাদের নেত্রীকে আন্দোলন করে বের করে আনুক’ ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ছাত্র মিশন আয়োজিত কাউন্সিল উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সেলিমা রহমান বলেন, আপনাদের মুখে বড় কথা মানায় না। বিএনপি খালেদা জিয়াকে ঠিকই মুক্ত করে আনবে। কিন্তু আপনারা নির্বাচন করেননি। যদি আপনাদের সাহস থাকতো তাহলে আপনারা ২৯শে ডিসেম্বর মধ্যরাতে নির্বাচন করতেন না। আপনাদের জনগণের উপর আস্থা থাকলে ৩০শে ডিসেম্বর নির্বাচন করতেন। সেটা করবেন না কারণ আপনারা জানেন জনগণ থেকে আপনারা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছেন। তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেবরা আজ অনেক কথা বলছেন। অথচ বিচার ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছেন। সেই কারণে আজকে ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে। দুই বছরের শিশু থেকে ৮০ বছরের বৃদ্ধা পর্যন্ত এর হাত থেকে নিস্তার পাচ্ছেন না। বিএনপির এই নেতা বলেন, আজকে শিশুরা পর্যন্ত নিরাপদ নয়। স্কুলের বাচ্চারা মাঠে খেলতে গেলে তার বাবা মা জানে না তার মেয়ে আর ঘরে ফিরতে পারবে কিনা। কেন এটা হচ্ছে? কারণ এখন দেশে কোনো বিচার নেই। কোনো বিচার ব্যবস্থা নেই। বিচার ব্যবস্থা প্রধানমন্ত্রীর কার্যালয় এবং আইন মন্ত্রণালয় থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। কোনো বিচারক নিরপেক্ষভাবে রায় দিতে পারছেন না। পাবনায় ট্রেনে গুলির রায়ের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, সেখানে বিএনপি নেতাদের বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছে এটি সম্পূর্ণভাবে হাস্যকর। ২৫ বছর আগের ঘটনা। যেখানে কেউ আহত হয়নি। অথচ সেই মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মেরে ফেলার ষড়যন্ত্র করছে সরকার অভিযোগ করে তিনি বলেন, খালেদা জিয়া অসুস্থ, সেই অসুস্থ অবস্থায় তাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। কারণ সরকার বেগম জিয়াকে ভয় পায়। তারা জানে, যদি খালেদা জিয়া মুক্তি পান তাহলে মানুষের ঢল নামবে। সমগ্র দেশের জনগণ আওয়ামী লীগের উপর ঝাঁপিয়ে পড়বে। তিনি বলেন, সরকার ছাত্র সমাজকে ধ্বংস করে দিয়েছে। সেজন্য আমরা সারাদেশে আজ ভয়ঙ্কর চিত্র দেখতে পাই। ২০ থেকে ২৫ বছরের ছেলেরা আজকে বিভিন্ন অপরাধে যুক্ত হয়ে পড়েছে। আজকে বরগুনায় ‘০০৭’ নামে সন্ত্রাসী বাহিনী গড়ে উঠেছে। এদেরকে তৈরি করেছে কারা? এদের পেছনে রয়েছে বড় বড় রাজনৈতিক শক্তিধর ব্যক্তিরা। আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ মো. মিলনের সভাপতিত্বে কাউন্সিলে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, শিক্ষক নেতা জাকির হোসেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ বক্তব্য রাখেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত