কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এক বছর নিষিদ্ধ আফতাব আলম

মানবজমিন প্রকাশিত: ১২ জুলাই ২০১৯, ০০:০০

আচরণবিধি ভঙ্গের দায়ে একবছরের জন্য নিষিদ্ধ হলেন আফগান পেসার আফতাব আলম। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে আফতাবকে এ শাস্তি দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সঙ্গে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়া হয়েছে ২৬ বছর বয়সী এ পেসারকে। বিশ্বকাপ চলাকালীন নারী অতিথির সঙ্গে বাজে আচরণের দায়ে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। টিম হোটেলে বহিরাগতদের আনার জন্যও তার বিরুদ্ধে অভিযোগ তোলে আইসিসি। আফতাব আলমের বিরুদ্ধে অভিযোগ, হোটেলে তার আত্মীয়কে রাখতে চেয়েছিলেন তিনি। যা আইসিসির নিরাপত্তা ভঙ্গ করে। আইসিসির এসব অভিযোগের তদন্ত শেষে কাবুলে এক সভা শেষে আফতাব আলমের শাস্তির ঘোষণা দেয় এসিবি। এর আগে হোটেলে এক নারীর সঙ্গে বাজে আচরণের অভিযোগ আনা হয় আফতাব আলমের বিরুদ্ধে। ওই ঘটনার জেরে গত ২৭ জুন পেসার আফতাবকে দেশে পাঠানোর অনুমতি চেয়ে আইসিসিকে অনুরোধ জানিয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তখন এক বিবৃতিতে আইসিসি জানিয়েছিল, ‘দলে বাজে পরিস্থিতি তৈরি হওয়ায়’ আফতাবকে দল থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয় আফগান বোর্ড। তাতে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি এই পেসার। বিশ্বকাপে ভারতের বিপক্ষে শেষ ম্যাচ খেলেছিলেন আফতাব। ওই ম্যাচে ১১ রানে হার দেখে আফগানরা। এবারের বিশ্বকাপে টানা ৯ হার নিয়ে আসর শেষ করে আফগানিস্তান। আসরে ৩ ম্যাচে ৪ উইকেট নেন পেসার আফতাব আলম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও