কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রোহিতের থেকে ব্যাটিং শেখা উচিত: করুণারত্নে

মানবজমিন প্রকাশিত: ০৭ জুলাই ২০১৯, ০০:০০

ভারতীয় ওপেনার রোহিত শর্মা থেকে লঙ্কান ব্যাটসম্যানদের ব্যাটিং শিখতে বললেন অধিনায়ক দিমুথ করুণারত্নে। ভারতের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে ৭ উইকেটে হারের পর এ কথা বলেন করুণারত্নে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘রোহিত ব্যাটিং করতে নামে, এবং বড় স্কোর করে। সবাই এমনটাই চাই। সে দুর্দান্ত ব্যাটসম্যান। রোহিত জানে তার কি করতে হবে। সে তরুণদের জন্য আদর্শ। তার থেকে অনেক কিছু শেখার আছে। লঙ্কান ব্যাটসম্যানদের উচিত মনোযোগ দিয়ে রোহিত শর্মা ব্যাটিং দেখা এবং তার থেকে ব্যাটিং শেখা।’হেডিংলিতে আগে ব্যাট করতে নেমে অ্যাঞ্জেলো ম্যাথিউসের দুর্দান্ত সেঞ্চুরিতে ২৬৪ রানের পুজি পায় লঙ্কানরা। ব্যাট হাতে ১২৮ বলে ১১৩ রানে ইনিংস খেলেন ম্যাথিউস। আর  লাহিরু থিরিমান্নের ব্যাট থেকে আসে ৫৩ রান। এ নিয়ে লঙ্কান অধিনায়ক বলেন, ‘আমরা ২৬৪ রান তুলতে পেরেছি। শুরুতেই আমরা উইকেট হারিয়েছি। ভালো শুরু করেতে পরিনি। অ্যাঞ্জেলো আর থিরিমান্নের ভালো একটা জুটি গড়ে। তারা দুজনই দুর্দান্ত ব্যাটিং করেছে। ’ এদিন বিশ্বকাপের শেষ ম্যাচটি খেলে ফেললেন লঙ্কান গতি তারকা লাসিথ মালিঙ্গা। তার বিদায় নিয়ে করুণারত্নে বলেন, ‘শ্রীলঙ্কার ক্রিকেট মালিঙ্গার অভাব সবসময় অনুভব করবে। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে সে একজন দারুন বোলার ছিল। সে দুর্দান্ত বোলার। সবারই ক্যারিয়ার একদিন শেষ হয়। এখন আমাদের নতুন একজনকে খুজে বের করতে হবে।’বিশ্বকাপ নিয়ে করুণারত্নে বলেন, ‘আমাদের ভাবতে হবে। যে বিশ্বকাপে আমরা কি কি ভুল করেছি। নির্বাচকদের সঙ্গে কথা বলতে হবে। এবং হাই-পারফর্মেন্স সেন্টার থেকে নতুন প্রতিভাবান ক্রিকেটার তুলে আনতে হবে। পরবর্তী বিশ্বকাপ আরো চার বছর পর, এটা যথেষ্ঠ সময়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও