কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশ ম্যাচে ধারাভাষ্য দেবেন জেসি

মানবজমিন প্রকাশিত: ০২ জুলাই ২০১৯, ০০:০০

প্রথম বাংলাদেশি নারী ধারাভাষ্যকার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্য দেবেন সাথিরা জাকির জেসি। ভারতীয় ক্রীড়া চ্যানেল স্টার স্পোর্টসে আজ বাংলাদেশ-ভারত ম্যাচে বাংলা ধারাভাষ্য দেবেন বাংলাদেশি এ ক্রিকেটার। বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনে ক্রিকেট অনুষ্ঠানে সঞ্চালনা করেছেন এই টাইগ্রেস ক্রিকেটার। জেসি শুধু বাংলাদেশ-ভারত ম্যাচই নয়, এরপর ৩রা জুলাই ইংল্যান্ড-নিউজিল্যান্ড এবং ৪ঠা জুলাই ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান ম্যাচেও ধারাভাষ্য দেবেন। স্টার স্পোর্টস ইংরেজির পাশাপাশি বাংলা, তামিলসহ বিভিন্ন ভাষায় ধারাভাষ্য চালু করেছে। স্টার স্পোর্টসে ধারাভাষ্য দিতে মুম্বাইয়ের উদ্দেশে গতকাল বিকালে ঢাকা ছেড়ে যান লালমনিরহাটের মেয়ে জেসি। এর আগে স্টার স্পোর্টসে বাংলাদেশের পুরুষ ক্রিকেটাররা ধারাভাষ্য দিলেও নারী ক্রিকেটার এবারই প্রথম। ভারতে যাওয়ার আগে রোমাঞ্চিত জেসি বলেন, ‘বাংলাদেশের জন্য এটা একটা ইতিহাস। কোনো বাংলাদেশি মেয়ে স্টার স্পোর্টসে ধারাভাষ্য দেবে, আর সেটাও আমি, ভাবতে ভালো লাগছে। আমি তিনটি ম্যাচে ধারাভাষ্য দেবো। সবাই আমার জন্য দোয়া করবেন।’ ২০০১ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হন জেসি। বিকেএসপিতে জেসি ও সাকিব আল হাসান একই ব্যাচের ক্রিকেটার ছিলেন। ২৮ বছর বয়সী জেসি বাংলাদেশের হয়ে ২টি ওয়ানডে ও ১ টি-টোয়েন্টি খেলেছেন। বর্তমানে একটি সার্ভিস ক্রিকেট দলের কোচিং স্টাফ হিসেবে কর্মরত রয়েছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে