কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অবসরের সিদ্ধান্ত পাল্টালেন গেইল

মানবজমিন প্রকাশিত: ২৮ জুন ২০১৯, ০০:০০

বিশ্বকাপের পর আন্তর্জাতিক ওয়ানডে থেকে বিদায় নেবেন, সেটা আগেই জানিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল। তবে এবার শোনালেন অন্যকথা। বিশ্বকাপের পরও ওয়ানডে খেলবেন গেইল। বুধবার সংবাদিকদের এ কথা জানান তিনি নিজেই। গেইল বলেন, ‘বিশ্বকাপের পর আমার পরিকল্পনা, ভারতের বিপক্ষে একটি টেস্ট খেলবো। আর ওয়ানডে তো অবশ্যই খেলবো। তবে টি-টোয়েন্টি খেলবো না।’বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারত । সেখানে ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে জেসন হোল্ডারের দল। আর এই সিরিজে খেলতে চান গেইল। তা শুনে চমৎকৃত ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার। ওযেস্ট ইন্ডিজ অধিনায়ক বলেন, ‘গেইলের অবসরের ব্যাপারে আমি কিছু জানি না। ড্রেসিং রুমে এই ব্যাপারে সে কিছু বলেনি। তবে আমি মনে করি এটা ক্রিকেটের জন্য সুখবর। গেইলকে দলে পাওয়া সত্যিই দারুণ ব্যাপার। তার এখনো অনেক কিছু দেয়ার আছে। আশা করি, যতদিন সে খেলতে পারে ততদিনই ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলবে।’ বিশ্বকাপের আগে গেইল বলেছিলেন, ‘বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলতে চাই। এখন তরুণদের সুযোগ করে দিতে হবে। পার্টি স্ট্যান্ডে বসে তরুণদের খেলা উপভোগ করতে চাই।’ এরপর এখন অবসরের ঘোষণা বদলে ফের ওয়ানডে খেলার ঘোষণা দিলেন ক্রিকেটের এই ‘ইউনিভার্স বস’। এ ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজের মিডিয়া ম্যানেজার ফিলিপ স্পুনার  জানান, ভারতের সঙ্গে সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্যারিয়ারের ইতি টানবেন গেইল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও