কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্যবধান গড়ে দিতে পারেন যারা

মানবজমিন প্রকাশিত: ২৭ জুন ২০১৯, ০০:০০

বিশ্বকাপে ভারত-ওয়েস্ট ইন্ডিজের শেষ সাক্ষাৎ গত আসরের গ্রুপ পর্বে। পার্থে ওই ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছিলেন বোলাররা। ভারত জিতেছিল ৪ উইকেটে। আজ ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে রাউন্ড রবিন লীগের ৩৪তম ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-উইন্ডিজ। এ ম্যাচে নায়ক বনে যেতে পারেন এমন কয়েকজনকে দেখে নেয়া যাক।বিরাট কোহলিবর্তমান-সাবেক মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সবচেয়ে সফল ব্যাটসম্যান তিনি। ৩২ ম্যাচে ৭০.৭৬ গড়ে ১৮৪০ রান করেছেন এই ব্যাটিং জিনিয়াস। ৭ সেঞ্চুরি, ৯ হাফসেঞ্চুরি! ভারত দলের অধিনায়ক বিশ্বকাপে এখনো সেঞ্চুরি না পেলেও রানে আছেন। ৪ ম্যাচে ৬১ গড়ে ২৪৪ রান করেছেন কোহলি। গত তিন ম্যাচেই হাফসেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। ওল্ড ট্র্যাফোর্ডে এর আগে পাকিস্তানের বিপক্ষে ৮২ রান করেছিলেন তিনি। আর আজ ৩৭ রান করলেই তিন ফরম্যাট মিলিয়ে দ্রুততম ২০ হাজার রানের রেকর্ড গড়বেন কোহলি। যেটি এখন যৌথভাবে শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারার দখলে। ক্রিস গেইলওয়েস্ট ইন্ডিজের বর্তমান দলের ব্যাটসম্যানদের মধ্যে ভারতের বিপক্ষে সর্বাধিক রান ক্রিস গেইলের। ৩৭ ম্যাচে ১২৪১ রান করেছেন এই বিধ্বংসী ওপেনার। বিশ্বকাপে ৬ ম্যাচে ১৯৪ রান করেছেন গেইল। ম্যানচেস্টারে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে ৮৭ রানের ইনিংস খেলেন তিনি। আজ এ ভেন্যুতে গেইলের কাছ থেকে আরো বড়ো ইনিংস প্রত্যাশা করবে উইন্ডিজ। ভারতের বিপক্ষে ২০০৬ সালের পর আর সেঞ্চুরি হাঁকাতে পারেননি গেইল। সেই আক্ষেপটাও আজ ঘুচাতে চাইবেন তিনি। সম্ভবত কোহলিদের বিপক্ষে এটাই তার শেষ ম্যাচ।মোহাম্মদ শামিউইন্ডিজের বিপক্ষে ১১ ম্যাচে ২৩.৪১ গড়ে ২৪ উইকেট নিয়েছেন ভারতের ডানহাতি পেসার মোহাম্মদ শামি। ভুবনেশ্বর কুমারের ইনজুরিতে আফগানিস্তানের বিপক্ষে একাদশে জায়গা পান শামি। আর প্রথমবারের মতো এবারের বিশ্বকাপে খেলতে নেমেই হ্যাটট্রিক করে জায়গা করে নেন ইতিহাসের পাতায়। শামির উপর আজও নজরে থাকবে সবার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ৩ উইকেট নিয়ে ভারতের পক্ষে সফলতম বোলার ছিলেন তিনিই। কার্লোস ব্র্যাথওয়েটচলতি আসরে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে একমাত্র সেঞ্চুরি পাওয়া ব্যাটসম্যান অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েট। নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ এক ইনিংস খেলেছেন গত ম্যাচে। বলা যায় এবারের বিশ্বকাপের সেরা ইনিংস। ৬ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৮৮ বলে ১০১ রান করে উইন্ডিজকে প্রায় জিতিয়ে ফেলেছিলেন ব্র্যাথওয়েট। ভারতের বিপক্ষেও আজ ওমন একটা ইনিংস উপহার দিতে চাইবেন এই অলরাউন্ডার। কোহলিদের বিপক্ষে এর আগে কখনো ওয়ানডে খেলেননি ব্র্যাথওয়েট।জসপ্রিত বুমরাহওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সেরা বোলার জসপ্রিত বুমরাহ। কেন? সেটি তিনি আরো একবার প্রমাণ দিয়েছেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে। ২২৫ রানের লক্ষ্যে ব্যাট করা আফগানদের ২৮ ওভার শেষে স্কোর ছিল ১০২/২। এরপর ২৯তম ওভারে দুই উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বুমরাহ। আর ৪৯তম ওভারে এসে দেন মাত্র ৫ রান!  ম্যাচটা ভারত জেতে ১১ রানে। বিশ্বকাপে ৪ ম্যাচে ৭ উইকেট নেয়া বুমরাহ আজও ব্যবধান গড়ে দিতে পারেন।যুজবেন্দ্র চাহালবিশ্বকাপে ৪ ম্যাচে এখন পর্যন্ত ৮ উইকেট নিয়েছেন ভারতীয় লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এর আগে ৩ ম্যাচে ৫ উইকেট পেয়েছেন চাহাল। ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের বিপক্ষে ৫৩ রান দিয়েও কোনো উইকেট পাননি চাহাল। তবে আজ বল হাতে ব্যবধান গড়ে দিতে পারেন এই লেগি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে