কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফিটনেস ঝুঁকিতে আর্চার-স্টোকস

মানবজমিন প্রকাশিত: ২৭ জুন ২০১৯, ০০:০০

টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় স্বাগতিক ইংল্যান্ড। ৩০শে জুন ভারতের বিপক্ষে বাঁচা-মরার লড়াই এউইন মরগানের দলের। কিন্তু দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ভুগছেন ফিটনেস সমস্যায়। হ্যামস্ট্রিং চোটের কারণে গত ৩ ম্যাচ খেলতে পারেননি ইংলিশ ওপেনার জেসন রয়। তার জায়গায় সুযোগ পাওয়া জেমস ভিন্স এখন পর্যন্ত বড় ইনিংস খেলতে ব্যর্থ। রয়ের অভাব ভালোই টের পাচ্ছে ইংল্যান্ড। এরই মধ্যে নতুন খবর ডান কাঁধে সমস্যা দেখা দিয়েছে লেগস্পিনার আদিল রশিদের। ব্যথা নিয়েই নাকি অস্ট্রেলিয়ার বিপক্ষে গত ম্যাচে খেলেছেন রশিদ। ডানহাতি পেসার জফরা আর্চারের কোমরের বাঁ-দিকের পেশিতে টান পড়ে ম্যাচের আগে। রশিদ-আর্চার কেউই অজিদের বিপক্ষে তেমন ভালো করতে পারেননি। ৪৯ রানে উইকেটশূন্য ছিলেন রশিদ। আর ৫৯ রান দিয়ে এক উইকেট নেন আর্চার। স্বাগতিক শিবিরে নতুন দুশ্চিন্তা যোগ করেন বেন স্টোকস। ব্যাটিংয়েংর সময় বেশি কয়েকবার ফিজিওর সাহায্য নিতে হয়েছিল তাকে। চলতি আসরে অন্যতম সেরা বোলার জফরা আর্চার ১৬ উইকেট নিয়েছেন। আর অলরাউন্ডার বেন স্টোকস গত দুই ম্যাচে ছিলেন ইংল্যান্ডের সেরা ব্যাটসম্যান। ভারতের বিপক্ষে তাদের পুরো ফিটনেসে পাওয়া তাই ইংল্যান্ডের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তবে ভারতের বিপক্ষে ম্যাচের আগে ৪-৫ দিন সময় পাচ্ছেন স্টোকসরা। এই সময়ের মধ্যে সবাই পুরোপুরি ফিট হয়ে উঠার কথা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে