কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইংল্যান্ডের হারের কারণ মরগান!

মানবজমিন প্রকাশিত: ২৭ জুন ২০১৯, ০০:০০

অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের জন্য ইংলিশ অধিনায়ক এউইন মরগানকে দায়ী করছেন কেভিন পিটারসন। মঙ্গলবার অজিদের কাছে ৬৪ রানে হেরে সেমিফাইনালের লড়াইয়ে দুর্দশা বাড়লো ইংল্যান্ডের। আর এ হার নিয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসন তার টুইটার বার্তায় বলেন, ‘ও হো, এউইন মরগানকে দেখেই মনে হচ্ছে সে ভীত। এটা ভয়ঙ্কর লক্ষণ। ইংল্যান্ড অধিনায়ক স্কয়ার লেগে শট খেলে যেভাবে আউট হলেন। তাতে মনে হয়েছে ইংল্যান্ড সমস্যায় পড়তে যাচ্ছে। আমি এমনটা আশা করি না। কিন্তু একজন অধিনায়কের এভাবে অসহায়ত্ব প্রকাশ করা উচিত না।’অস্ট্রেলিয়ার বিপক্ষে মরগান মাত্র ৪ রান করতে পেরেছেন। ২৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫০ রান তুলতেই ৪ উইকেট হারায় ইংলিশরা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড গড়ে সেঞ্চুরি করা মরগান অস্ট্রেলিয়ার বিপক্ষে দাঁড়াতেই পারেননি। ম্যাচ শেষে অবশ্য পিটারসনের টুইটের উত্তর দেন ইংলিশ অধিনায়ক। মরগান বলেন ‘না, আমি ভীত ছিলাম না।’শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৪ রানে হার  দেখে স্বাগতিক ইংল্যান্ড। সেমি ফাইনালে যেতে হলে এখন পরের দুই ম্যাচেই জয় পেতে হবে ইংলিশদের। পরের দুই ম্যাচে ভারত ও নিউজিল্যান্ডের মুখোমুখি হবে এউইন মরগানের দল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে