কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কলমাকান্দায় ছাত্রী অপহরণের অভিযোগে থানায় মামলা

মানবজমিন প্রকাশিত: ২২ জুন ২০১৯, ০০:০০

নেত্রকোনার কলমাকান্দায় এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রীর বাবা গতকাল বাদী হয়ে কলমাকান্দা থানায় পাঁচ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। ওই দিন সকালেই মামলার প্রধান আসামি মোবারককে আটক করেছে পুলিশ। মামলার আসামিরা হলো- কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাঁচকাঠা গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে মো. মোবারক হোসেন (১৯), কাওছার মিয়া (৩২), জুয়েল মিয়া (২৮), রবিন মিয়া (২২), সদর ইউনিয়নের ডোয়ারিয়াকোনা গ্রামের মোতালিব মিয়ার ছেলে সারোয়ার হোসেন (২০) ও চাঁনপুর গ্রামের সোলাইমান (৩৬)। মামলার এজাহার সূত্রে জানা যায়, মোবারক হোসেন ওই ছাত্রীর বাড়ির আশপাশে ও স্কুলে যাতায়াতের পথে উত্ত্যক্ত করে আসছিল। পরে ওই ছাত্রীর বাবা মোবারকের বড় ভাইদের কাছে উত্ত্যক্তের ঘটনাটি জানালে তারা এ সময় মোবারকের কাছে ওই ছাত্রীকে বিয়ে দেয়ার প্রস্তাব দেন। ছাত্রীর বাবা ও তার পরিবারের লোকজন বিয়ের বয়স না হওয়া পর্যন্ত তাদের মেয়েকে বিয়ে দেবে না বলে জানিয়ে দেন। পরে এরই জের ধরে বৃহস্পতিবার বিকালে ওই ছাত্রীর বাবার চায়ের দোকানের সামনে থেকে মোবারক হোসেন তার সহযোগী সারোয়ার হোসেনকে নিয়ে ওই স্কুলছাত্রীকে মোটরসাইকেল যোগে অপহরণ করে নিয়ে যায়। ছাত্রীর বাবা ও স্থানীয় লোকজন মোটরসাইকেলের পেছনে ধাওয়া করে নেত্রকোনা পারলা বাসস্ট্যান্ড থেকে তাদের কবল থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। ওই দিন রাতেই মোবারকের ভাই ও আত্মীয়-স্বজন মিলে ওই ছাত্রীর পরিবারের লোকজনের ওপর হামলা চালায়। কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল করিম বলেন, এ বিষয়ে ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। মামলার প্রধান আসামি মোবারককে আটক করে গতকাল বিকালে জেলা আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও