কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টোঙ্গার সঙ্গেও হারবে আর্জেন্টিনা: ম্যারাডোনা

মানবজমিন প্রকাশিত: ১৮ জুন ২০১৯, ০০:০০

কোপা আমেরিকার নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ২-০ গোলের হারে আর্জেন্টিনা। এ হারের পর বিস্ফোরক মন্তব্য করলেন ১৯৮৬’র আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী খেলোয়াড় ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার এখন বিশ্বমঞ্চে অপরিচিত দল টোঙ্গার বিপক্ষে খেললেও হারবে, বলে মনে করেন ম্যারাডোনা। তিনি বলেন, ‘এমন কি টোঙ্গার দলও আমাদের হারাতে পারবে।’১৯৮৬ সালে ম্যারাডোনার নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। পরে  ২০০৮-১০ পর্যন্ত আর্জেন্টিনা দলের কোচের দায়িত্বও পালন করেন তিনি। বর্তমানে আজেন্টিনার কোচ লিওনেল স্কালনির সমালোচনা করেন বলেন, ‘স্কালনির মতো অনভিজ্ঞ একজনের কাছে আর্জেন্টিনার দলের দায়িত্ব দিল ফুটবল ফেডারেশন। সে যখন আর্জেন্টিনার দলে খেলতো তখনও তার কোন গুরুত্ব ছিলোনা দলে।’গত কয়েক বছরের পরফর্মেন্সে মোটেও খুশি নন সাবেক আর্জেন্টাইন তারকা ম্যারাডোনা। তিনি বলেন, ‘আমাদের একটা সুখ্যাতি রয়েছে। যা আমরা ফুটবলের মাধ্যমে গড়ে তুলেছি। এই জার্সির মানে কি? তোমাদের এটার মূল্য বুঝতে হবে। তোমরা এই জার্সির অপমান করছো।’১৪ বার শিরোপা জেতা আর্জেন্টিনা ২৬ বছর ধরে শিরোপা স্বাদ নিতে পারেনি। শেষবার  ১৯৯৩ সালে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আলভিসেলেস্তেরা। চলতি কোপা আমেরিকায় প্রথম ম্যাচ হেরে অতিথি দল কাতারের থেকে ১ পয়েন্ট পিছিয়ে আছে। আর তিন পয়েন্ট কলম্বিয়া থেকে। আগামী বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মুখোমুখি হবে আর্জেন্টিনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও