কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘জিতে গেছি মনে করার কারণ নেই’

মানবজমিন প্রকাশিত: ১৬ জুন ২০১৯, ০০:০০

পাকিস্তানের বিপক্ষে ‘ফেবারিট’ ট্যাগ লাগিয়ে খেলতে নামছে ভারত। তবে দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী পাকিস্তানকে অতোটা দুর্বল মনে করছেন না। উত্তরসূরিদের সতর্ক করে তিনি বলেছেন, ‘ভারতের খুব সতর্ক হওয়া উচিত। জিতে গেছি কিংবা আমরা ফেবারিট এমনটা ভেবে মাঠে যাওয়া ঠিক হবে না। আমার মনে হয়, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তাদের ভাবনা এমনই ছিল।’ দুইবছর আগে ইংল্যান্ডের মাটিতেই ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে পাকিস্তান। গ্রুপপর্বে পাকিস্তানকে খুব সহজেই হারিয়েছিল ভারত। কিন্তু ফাইনালে দেখা যায় উল্টো চিত্র। পাকিস্তানি পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি বিরাট কোহলির দল। ম্যাচটি তারা হেরে যায় ১৮০ রানের বিশাল ব্যবধানে। আইসিসি টুর্নামেন্ট তো বটেই নিজেদের ক্রিকেট ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে এটি রানের ব্যবধানে সবচেয়ে বড় হার ভারতের। ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারও একই কথা বলছেন, ‘পাকিস্তান সব সময় অননুমেয়। তারা বিপজ্জনক। কোনোভাবেই তাদের হালকাভাবে নেয়া উচিত হবে না ভারতের। তাদের বিপক্ষে আমাদের ম্যাচ পরিকল্পনা সূক্ষ্ম হওয়া প্রয়োজন।’ এর আগে শচীন পাকিস্তানি পেসারদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন তার উত্তরসূরিদের। সৌরভ গাঙ্গুলির অধিনায়কত্বে ২০০৩ বিশ্বকাপে রানার্সআপ হয় ভারত। ওই আসরের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। ম্যাচে ৯৮ রান করেছিলেন শচীন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও