কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ওয়ার্নের সেরা একাদশে আফ্রিদি

মানবজমিন প্রকাশিত: ০৪ জুন ২০১৯, ০০:০০

বিশ্বকাপের সর্বকালের সেরা একাদশ বাছাই করলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন। ওয়ার্নের একাদশে স্থান পেয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি ও বাঁহাতি পেসার ওয়াসিম আকরাম। একমাত্র ভারতীয় হিসেবে রয়েছেন ওপেনার শচীন টেন্ডুলকার। ওপেনিংয়ে ওয়ার্ন রেখেছেন স্বদেশী অ্যাডাম গিলক্রিস্ট ও শচীনকে। ৩ নম্বরে অস্ট্রেলিয়ার দুবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং। ৪ নম্বরে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি বাঁহাতি ব্যাটসম্যান ব্রায়ান লারা। পাঁচে অস্ট্রেলিয়ার হয়ে ১৯৯৯ বিশ্বকাপ জেতা মার্ক ওয়াহ। উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। ৭ নম্বরে ইংল্যান্ডের সাবেক পেস অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। ওয়ার্ন বলেন, ‘প্রথম চারজন দারুণ। পাঁচে আমি একজন অলরাউন্ডার চেয়েছিলাম। সেজন্য মার্ক ওয়াহকে নিলাম। কারণ, আমি যাদের সঙ্গে খেলেছি তাদের মধ্যে মার্ক ওয়াহ সেরা অলরাউন্ডার। ৬ নম্বরে আমি একজন বাঁহাতি চেয়েছিলাম। তাই কুমার সাঙ্গাকারাকে নিয়েছি। আপনি চাইলে ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে সাঙ্গাকে উপরে পাঠাতে পারেন। ফ্লিটফট দারুণ ইর্য়কার দিতে পারে আর ব্যাট হাতে হিট করতে পারে। প্রথমে অবশ্য আমি অ্যান্ড্রু সাইমন্ডসের কথা ভেবেছিলাম।’এরপর রয়েছেন শহীদ আফ্রিদি। স্পেশালিস্ট পেসার হিসেবে ওয়াসিম আকরাম ও বিশ্বকাপে সর্বাধিক উইকেটশিকারি গ্লেন ম্যাকগ্রা। স্পিনার হিসেবে শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন।  বোলারদের ব্যাপারে ওয়ার্ন বলেন, ‘আফ্রিদি আন্ডাররেটেড বোলার ছিল। ওর ফিল্ডিং দারুণ । আকরাম বোলিং ও ফিল্ডিয়ে ভালো।  ১১ নম্বর পজিশনের জন্য অনেকেই যোগ্য ছিল। তবে আমি আমার সতীর্থকে বেছে নেই।’ ওয়ার্নের বিশ্বকাপের সেরা একাদশ: অ্যাডাম গিলক্রিস্ট, শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, ব্রায়ান লারা, মার্ক ওয়াহ, কুমার সাঙ্গাকারা, অ্যান্ড্রু ফ্লিনটফ, শহীদ আফ্রিদি, ওয়াসিম আকরাম, মুত্তিয়া মুরালিধরন, গ্লেন ম্যাকগ্রা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও