কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভারতেও জেএমবি নিষিদ্ধ

মানবজমিন প্রকাশিত: ২৬ মে ২০১৯, ০০:০০

বাংলাদেশে অনেকদিন আগেই নিষিদ্ধ করা হয়েছে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ বা জেএমবি’কে। এতদিন পর ভারতেও নিষিদ্ধ করা হলো এই সংগঠনটিকে। কিছুদিন ধরেই ভারতের নানা জায়গায় শাখা-প্রশাখা বিস্তার করে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে জেএমবি’র জঙ্গিরা। পশ্চিমবঙ্গের বুকেও তারা বেশ কয়েকটি স্লিপার সেল তৈরি করেছে। এতদিন ভারতের গোয়েন্দারা জেএমবি’র ওপর নজর রাখলেও এবার জেএমবিকে সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের এক বিজ্ঞপ্তিকে উদ্ধৃত করে বার্তা সংস্থা পিটিআই শুক্রবার জানিয়েছে, এই সংগঠনটি সন্ত্রাসী কার্যক্রম সংঘটিত এবং উৎসাহিত করেছে। তাছাড়া ভারতের যুবকদের উগ্রপন্থায় দীক্ষিত করা এবং সন্ত্রাসী কার্যক্রমে নিয়োগ করার কাজেও জড়িত ছিল। আরো বলা হয়েছে, এ কারণে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ অথবা জামা’আতুল মুজাহিদীন ইন্ডিয়া বা জামা’আতুল মুজাহিদীন হিন্দুস্তান নামের সব রকম সংগঠনকে বেআইনি কার্যক্রম (প্রতিরোধ) আইন ১৯৬৭-তে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতে ইতিমধ্যে বেশকিছু নাশকতার সঙ্গে জেএমবি’র যোগাযোগ গোয়েন্দারা প্রমাণ পেয়েছেন। প্রায় ৪৫ জন জেএমবি জঙ্গিকে ভারতের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করাও হয়েছে। ভারতের বিহার রাজ্যের বুদ্ধগয়াতে দালাই লামার সফরের সময় বিস্ফোরণ ঘটানোর চেষ্টার সঙ্গেও জেএমবি’র যোগসূত্র থাকার কথা গোয়েন্দারা জানতে পেরেছে। এই ঘটনার সূত্রেই জেএমবি জঙ্গি কাওসার ওরফে বোমা মিজানকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতে জেএমবি’র কর্মকাণ্ড পরিচালনাকারী সালাউদ্দিনকে গোয়েন্দারা হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন। ২০১৪ সালে পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড়ের বিস্ফোরণের সূত্রে প্রথম ভারতে জেএমবি কার্যক্রমের কথা গোয়েন্দারা জানতে পেরেছেন। জানা যায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মাদরাসার আড়ালে জঙ্গি নিয়োগের পাশাপাশি প্রশিক্ষণেরও ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। জাতীয় তদন্তকারী সংস্থা ৩৩ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়ে এই মামলার বিচারও শুরু করেছে। এই মামলায় মোট ৩২ জন জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও