কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছাত্র মজলিস ভার্থখলা জামেয়ার ইফতার মাহফিল সম্পন্ন

দৈনিক সিলেট প্রকাশিত: ২৩ মে ২০১৯, ১১:০৩

দৈনিকসিলেটডটকম:বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ভার্থখলা জামেয়া শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে "আদর্শ সমাজ গঠনে রমজানের শিক্ষা" শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ২২ মে বুধবার বিকালে নগরীর দক্ষিণ সুরমার ভার্থখলাস্থ মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্র মজলিস ভার্থখলা জামেয়া শাখার সভাপতি মোস্তফা আহমদ সোহান'র সভাপতিত্বে ও ক্লাস শাখার সভাপতি আব্দুস সামাদ আল আজাদ এর পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহ সভাপতি মাওলানা আজমতুল্লাহ কাসেমী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর শাখার পাঠাগার সম্পাদক মঈনুল হক, এম.সি কলেজ শাখার সভাপতি মিজানুর রহমান, ভার্থখলা জামেয়ার সাবেক সভাপতি শামসুজ্জামান সাজু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভার্থখলা আবাসিক শাখার সভাপতি মির্জা উমর, সাধারণ সম্পাদক আব্দুর রাহিম, মির্জা সামাদ, জাকির হোসেন, হাসান হাওলাদার, সাব্বির আহমদ, মেহের আলী, হারুন রশীদ, বদরুল আলম, ফাইজান, আলমান প্রমুখ। বক্তারা বলেন, মাহে রমজানের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য উপলব্ধি করে মাহে রমজানের হক আদায় করে ইবাদত করতে পারলে আল্লাহ তায়ালার সন্তুষ্টি, রহমত, মাগফেরাত ও জাহান্নাম হতে নাজাত পাওয়া যাবে। রমজান শুধু উপবাস করা নয়, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর নির্দেশ কায়েমে যতœবান হতে হবে। নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহর অনুগত বান্দা হিসেবে প্রতিষ্ঠা করাই রমজানের প্রকৃত শিক্ষা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও