কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শাহজালালে সোয়া তিন কোটি টাকার স্বর্ণ জব্দ, যাত্রী আটক

মানবজমিন প্রকাশিত: ২১ মে ২০১৯, ১১:২০

হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে সাড়ে ৬ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। ৬টি প্যাকেটে ৬৫টি ওই স্বর্ণবারগুলো বিশেষ কায়দায় তার প্যান্টের মধ্যে লুকানো ছিলো। ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম গতরাত সাড়ে ১১টার দিকে স্বর্ণগুলো জব্দ করে। এ সময় স্বর্ণবহনকারী ওই যাত্রীকে আটক করা হয়। যাত্রী নাম মো. রাজিব দেওয়ান (৩৫)। তার বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক দাম সোয়া তিন কোটি টাকা। ঢাকা কাস্টমস হাইস সূত্রে জানা গেছে, সিঙ্গাপুর থেকে আসা সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট নং এসকিউ৪৪৬ রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে প্রিভেনটিভ টিম ওই বিমানে আসা যাত্রী মো. রাজিব দেওয়ানকে বোর্ডিং ব্রীজ থেকে অনুসরণ করে। পরবর্তীতে যাত্রী গ্রীণ চ্যানেল অতিক্রমের পরে তার নিকটে কোন শুল্ক কর আরোপযোগ্য পণ্য থাকার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি অস্বীকার করেন। এ সময় তার দেহ তল্লাশী করতে চাইলে তিনি সম্পূর্ণরকমে অসহযোগিতা করেন এবং বিভিন্ন প্রকার উচ্চবাক্যসহ উদ্ধত্য আচরণ করেন। অতঃপর দীর্ঘক্ষণ পরে আর্চওয়ে মেশিনের মাধ্যমে চেকিং করা হলে তার পরিহিত প্যান্টের মধ্যে ধাতব পদার্থের সংকেত পাওয়া যায়। এরপরে তার পরিহিত প্যান্ট এর বিভিন্ন অংশ থেকে লুকায়িত অবস্থায় সাদা রঙ-এর স্কচটেপে  মোড়ানো ৬টি প্যাকেট উদ্ধার করা হয়।  পরবর্তীতে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ৬টি প্যাকেট থেকে ৬৫ টি স্বর্ণবার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১০০ গ্রাম। সে হিসাবে জব্দকৃত স্বর্ণের  মোট ওজন সাড়ে ৬ কেজি। যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২৫ লাখ টাকা। আটক যাত্রীকে কাস্টমস আইন ১৯৬৯ এবং বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে