কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নড়াইলে শ্রমজীবী নারীদের মানববন্ধন

মানবজমিন প্রকাশিত: ২১ মে ২০১৯, ০০:০০

নড়াইলে পাওনা টাকার দাবিতে শ্রমজীবী নারীরা মানববন্ধন করেছে। গতকাল দুপুরে আলাদত সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে ২ শতাধিক নারী অংশ গ্রহণ করে। যাদের অনেকে প্রতিবন্ধী ও বিধবা মহিলা ছিলেন। মানববন্ধনে বক্তব্য দেন তাসলিমা, নাজনিন, শাকিলা, রত্না বেগম, সুমাইয়া আক্তার, মর্জিনা প্রমুখ। এ সময় বক্তারা বলেন, নড়াইলে বাউল নামের একটি প্রতিষ্ঠান যার দেখভাল করে থাকেন নড়াইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা। এই প্রতিষ্ঠান কুটির শিল্পের নামে নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নের সীমাখালী ও লস্করপুর গ্রামের ২শত নারীকে নিয়োগ দেয়া হয়। প্রতিমাসে ১৫ শত টাকা বেতন ধার্য করে বিভিন্ন হাতের কাজ দেয়া হয়। প্রথমে প্রতি মাসে টাকা দেয়ার কথা থাকলেও পরে মত পরিবর্তন করে ৩ মাসে দেবেন বলে ধার্য করেন। এবং ভর্তি ফি বাবদ ৬০ টাকা ও পরে জামানত বাবদ আরো ২ শত টাকা করে নেন। ইতিমধ্যে ৩ মাসের সকল কাজ বুঝে নিলেও কর্মীদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও