কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সম্মান হারিয়েছে নির্বাচন কমিশন: রাহুল গান্ধী

মানবজমিন প্রকাশিত: ২০ মে ২০১৯, ০০:০০

লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষেই ভারতের নির্বাচন কমিশনের (ইসি) তীব্র করেছেন কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। রোববার (১৯ মে) সন্ধ্যায় তিনি অভিযোগ করেন, নির্বাচনে সকল দলের মধ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার সাংবিধানিক দায়িত্ব থাকা সত্ত্বেও বিজেপির ক্ষমতার কাছে নত হয়েছে নির্বাচন কমিশন। এ খবর দিয়েছে এনডিটিভি।এক টুইটে রাহুল বলেন, নির্বাচনি বন্ড ও ইভিএম থেকে শুরু করে নির্বাচনের সময়সূচী পাল্টানো, নামো (নরেন্দ্র মোদি) টিভি, মোদির সেনাবাহিনী আর এখন কেদারনাথে করা নাটক; মোদির গ্যাংয়ের কাছে নির্বাচন কমিশনের সমর্পণ সব ভারতীয়র কাছেই পরিষ্কার হয়ে ওঠেছে। একসময় ইসিকে সবাই ভয় পেত, শ্রদ্ধা করতো। সেদিন আর নেই। উল্লেখ্য, রোববার নির্বাচনের আগে হিন্দুদের তীর্থস্থান কেদারনাথে ধ্যান করতে যান মোদি।নির্বাচনকালীন সময়ে রাহুল গান্ধীসহ, তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দোপাধ্যায়, তেলেগু দেশাম পার্টি প্রেসিডেন্ট চন্দ্রবাবু নাইডুসহ অনেক বিরোধীদলীয় নেতাই ইসির বিরুদ্ধে বিজেপিকে ছাড় দেওয়ার অভিযোগ তুলেছেন। রোববার রাহুলের টুইটের কিছুক্ষণ পর কংগ্রেস নেতা পি চদাম্বরামও এক টুইট করেন । তাতে তিনি বলেন, আমাদের অভিযোগ ছিল, ইসি তাদের কাজে ফাঁকি দিচ্ছে। এখন অবশ্য আমরা আর একটু বাড়িয়ে বলতে পারি যে, তারা তাদের স্বাধীনতা ও ক্ষমতা জমা দিয়ে বসে আছে। লজ্জা!এর আগে রোববার ইসির বিরুদ্ধে সংখ্যালঘুদের সিদ্ধান্ত অগ্রাহ্য করার অভিযোগ আনেন চন্দ্রবাবু।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও