কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শায়েস্তাগঞ্জে ভারী যানে নষ্ট হচ্ছে রাস্তা

মানবজমিন প্রকাশিত: ২০ মে ২০১৯, ০০:০০

শায়েস্তাগঞ্জে ভারি যানবাহন চলাচলের কারণে নষ্ট হচ্ছে কাঁচা-পাকা সড়ক। এদিকে সরজমিনে ঘুরে দেখা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলাসহ পুরান বাজার কলিমনগরসহ এমন কি শায়েস্তাগঞ্জ পৌরসভার অভ্যন্তরে চলছে বড় বড় ট্রাক্টর। ট্রাক্টরের বড় বড় চাকার কারণে উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিংয়ের ফলে সৃষ্টি হচ্ছে  ছোট বড় গর্তের কারণে এদিকে যেমন বেড়েছে সড়ক দুর্ঘটনা অন্যদিকে প্রতিদিন হচ্ছে যানজট। এ ছাড়াও ট্রাক্টরের বেপরোয়া চলাচলে এলাকার জন সাধারণ অতিষ্ঠ হয়ে উঠেছে। মাঝে মধ্যে সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। বেপরোয়া চলাচলে সবচেয়ে ঝুঁকিতে স্কুলগামী শিশুরা পৌর শহরের হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ পূর্ববড়চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন, আমাদের স্কুলের সামনে দিয়ে প্রতিনিয়ত ট্রাক্টর ও ট্রলি চলাচল করে বেপরোয়া গতিতে। স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সবসময় আতঙ্কে থাকতে হয়। স্কুল থেকে কিছু দূরে ট্রাক্টরের চাকার কারণে সৃষ্টি হয়েছে ছোট বড় কয়েকটি গর্ত। সেখানে তিন সপ্তাহ আগে একটি অটো উল্টে গিয়ে বেশ কয়েকজন আহত হয়। আমি এ ব্যাপারে স্কলের জনৈক সভাপতিকে বলছি, যেন এলাকার গণ্যমান্যদের মাধ্যমে ট্রাক্টর চলাচল বন্ধের উদ্যোগ নিতে। শায়েস্তাগঞ্জ পৌর শহরের নিজগাঁও গ্রামের জনৈক গৃহিণী, ট্রাক্টর বন্ধের দাবি জানিয়ে বলেন, চাকা ওয়ালা এই গাড়ি চলাচলের কারণে আমরা বাচ্চাদের স্কুলে একা একা ছাড়তে পারি না। আমরা রাস্তায় চলাচল করতে পারছি না। হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ পূর্ববড়চর ও প্রয়াত আতিক উল্লাহ সড়ক পর্যন্ত রাস্তা প্রায় শেষ হয়ে গেছে। সদর উপজেলার বাগুনীপাড়া গ্রামের বাসিন্দা সরকারি ছুটি নিয়ে গ্রামের বাড়িতে এসেছিলেন। তিনি মানবজমিন প্রতিনিধিকে বলেন, ট্রাক্টর মাঠে চাষের জন্য কিন্তু এখানকার লোকজন তা দিয়ে বিভিন্ন মালামাল বহন করছে। এদিকে বিষয়টি নিয়ে সড়ক ও জনপথ বিভাগের জনৈক প্রকৌশলী বলেন, আমি বিষয়টি জেনেছি। রাস্তায় এ সকল ভারী যানবাহন চলাচলের কোনো ধরনের অনুমতি নেই। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য কিছুদিনের মধ্যে প্রত্যেক জনপ্রতিনিধিকে চিঠি দিয়ে জানানো হবে। এ দিকে জেলা বিআরটি’র জনৈক কর্মকর্তা জানান, এখনকার সড়কে ট্রাক্টর ও ট্রলি অবৈধ। এসব যানবাহন চলাচল বন্ধের পদক্ষেপ নিবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও