কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিশ্বকাপের সম্ভাবনাটাও শেষ আমিরের!

মানবজমিন প্রকাশিত: ১৪ মে ২০১৯, ০০:০০

পাকিস্তানের বিশ্বকাপ দলে জায়গা হয়নি মোহাম্মদ আমিরের। তবে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রেখেছিল ইংল্যান্ড সিরিজ। এই সিরিজের ভালো পারফর্মেন্স করে বিশ্বকাপ দলে জায়গা করে নেয়ার সুযোগ। এবার ভাইরাসে আক্রান্ত হয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান দলে থাকা মোহাম্মদ আমির। জলবসন্তে আক্রান্ত হওয়ায় এখন চিকিৎসা নিতে হচ্ছে এই পাক গতিতারকাকে।ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে সুযোগ পেয়েছিলেন আমির। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল করা হয়। আর দ্বিতীয় ওয়ানডেতে মাঠে দেখা যায়নি আমিরকে। পরে টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে জানানো হয়, ভাইরাস সংক্রামণের কারণে দলে নেই আমির। পরে জানা যায় জলবসন্তে আক্রান্ত হয়েছেন তিনি। তাতে সিরিজের তৃতীয় ওয়ানডেতেও খেলতে পারছেন না এই গতিতারকা।ইংল্যান্ডে সিরিজ থেকে ছিটকে যাওয়ায় বিশ্বকাপের স্বপ্ন প্রায় শেষ আমিরের। এ নিয়ে তৃতীয়বার বিশ্বকাপ মিস করতে যাচ্ছেন আমির। ২০০৯ সালে আন্তজার্তিক অভিষেকের পর ২০১১ এবং ২০১৫ বিশ্বকাপে খেলতে পারেননি স্পট ফিক্সিংয়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ থাকায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও