কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভাঙ্গুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

মানবজমিন প্রকাশিত: ০৯ মে ২০১৯, ০০:০০

ভাঙ্গুড়া উপজেলায় শাপলা খাতুন (৩০) নামে এক ধনাঢ্য গৃহবধূ আত্মহত্যা করেছে। গতকাল ভোর ৪টায় সে স্বামীর বাসায় গ্যাস ট্যাবলেট খেয়ে অত্মহত্যা করে। শাপলা উপজেলার ভবানীপুর দক্ষিণ পাড়া গ্রামের শফি মেম্বরের মেয়ে ও একই উপজেলার আদা-বাড়ীয়া গ্রামের ধনাঢ্য ব্যবসায়ী মিজানুর রহমানের (৪০) স্ত্রী।। নিহতের পরিবারের দাবি হত্যার পরে লাশের মুখে গ্যাস ট্যাবলেট দেয়া হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ১৫ বছর পূর্বে উপজেলার আদাবাড়িয়া গ্রামের মো. বরকত আলী সরকারের ছেলে মো. মিজানুর রহমানের সঙ্গে পারিবারিক ভাবে নিহতের বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই শাপলার প্রতি কারণে অকারণে স্বামী নির্যাতন শুরু করে। আর তা মুখবোঝে সহ্য করতো শাপলা। এর মধ্যেই তাদের দশ বছর বয়সী একটি মেয়ে ও চার বছর বয়সী একটি ছেলে সন্তানের জন্ম হয়। নিহতের ফুফু শিল্পী খাতুন সংবাদ কর্মীদের জানান, “এটা আত্মহত্যা নয়, হত্যাকাণ্ড। মিজান আমাদের মেয়েকে মেরে ফেলেছে। মারার পরে তার মুখে গ্যাস ট্যাবলেট দিয়েছে। মিজানের বহু মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক আছে। এ নিয়ে বহুবার ঘরোয়া মিটিংও করা হয়েছে। সম্প্রতি সে পাবনা শহরে আরো একটা বিয়ে করেছে। এই বিষয়ে জিজ্ঞেস করায় আমার ভাতিজিকে খুন করেছে। মিজানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তার গ্রামের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায় নি। প্রতিবেশীরাও তাদের সম্বন্ধে কিছু বলতে পারে নি। ভাঙ্গুড়া থানার ডিউটি অফিসার (এএসআই) সাজেদুর রহমান জানান এই বিষয় থানায় কোনো  অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও