কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মাঝপথ থেকে ফিরতে হচ্ছে সাবিনাকে

মানবজমিন প্রকাশিত: ০৭ মে ২০১৯, ০০:০০

ভারতীয় লীগ খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। গোকুলাম কেরালা এফসির হয়ে খেলা উদ্দেশ্যে ভারতে রওনা দিয়েছিলেন সাবিনা। কিন্তু মাঝপথে থেকেই ফিরতে হচ্ছে সাবিনাকে। গতকাল কলকাতায় পৌছানোর পর জানা যায় বিদেশি কোটায় নিবন্ধন না থাকায় সাবিনার লিগে অংশগ্রহণ সম্ভব না। শেষ পর্যন্ত কলকাতা থেকে আজ দুপুরে ঢাকায় ফিরতে হচ্ছে এই স্ট্রাইকারকে। এ নিয়ে সাবিনা বলেছেন, ‘আসলে আমার দুর্ভাগ্য যে এবার ভারতের লীগে খেলার সুযোগ পেয়েও হারাতে হয়েছে। অনেক আশা নিয়ে যাচ্ছিলাম। কিন্তু পাঞ্জাবের ফ্লাইটে ওঠার অনেক আগেই দুঃসংবাদটি শুনতে হয়েছে।’এর আগে ভিসা জটিলতায় চায়নিজ-তাইপের লীগে খেলতে যেতে পারেননি সাবিনা খাতুন। তাইপে লীগে খেলার আশায় ভারতের ক্লাব সিথু এফসির প্রস্তাবও ছেড়ে দিয়েছিলেন। দেশে মেয়েদে লীগ বন্ধ আছে প্রায় ছয় বছর ধরে। ফলে লীগ খেলার স্বাদ পেতে দেশের বাইরে খেলা ছাড়া আর কোনো উপায় নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও