কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘আমি বরাবরই অন্যরকম চলচ্চিত্রে আগ্রহী’

মানবজমিন প্রকাশিত: ০৭ মে ২০১৯, ০০:০০

নাটকের অনেক জনপ্রিয় তারকা বিটিভিতে তালিকাভুক্ত হলেও বেতারে নন। সেসব তারকাও এখন বেতারে তালিকাভুক্ত হওয়ার জন্য অডিশন দিচ্ছেন।  তেমনই একজন হচ্ছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এ প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু এটা  বেতার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, তাই এখানকার নিয়ম মেনেই কাজ করতে হবে। আমিও অডিশন দিয়েছি। এখনও তালিকাভুক্তির চিঠি পাইনি। তালিকাভুক্তির পর থেকে বেতারে নিয়মিত অভিনয় করার ইচ্ছা  আছে। এই অভিনেতা এখন ব্যস্ত সময় পার করছেন ঈদের নাটকে। ঈদের জন্য তিনি শেষ  করেছেন দীপু হাজরার ‘শিল্পী পরিবার-জ্ঞানী পরিবার’ ও ‘মিরাজ তুই মরিসনে ক্যা’, সকাল আহমেদের ‘লেকুর এভারেস্ট জয়’,  ‘২৫/২ কাঠমান্ডু ভ্যালি’,  ‘টাউট হইতে সাবধান’ এবং মাসুদ সেজানের ‘ধামাকা অফার’সহ বেশ কিছু নাটক। চঞ্চল বলেন, ঈদের সময় আর বেশি দিন নেই। এই সময়ে তাই ঈদের শুটিংয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। তবে এবার ঈদেও চেষ্টা করবো গতানুগতিক কাজের বাইরে দর্শকের জন্য ভিন্ন কিছু করতে। এরমধ্যে ঈদের জন্য যে কাজগুলো করেছি সবকটিতে আমার চরিত্রের পাশাপাশি গল্পতেও নতুনত্ব থাকছে। ঈদে টিভি চ্যানেলগুলোতে কমেডি নাটকের আধিক্য দেখা যায়। এবার কি সে ধারা থেকে বেরিয়ে আসবে বলে মনে করেন? এই প্রশ্নের উত্তরে চঞ্চল বলেন, একটা সময় ঈদ মানেই সবার হাসির নাটকের দিকেই আকর্ষণ ছিল। তবে কমেডির নামে বেশিরভাগ নাটক ভাঁড়ামিতে পরিপূর্ণ ছিল। এখনও হাসির নাটক নির্মাণ হচ্ছে। কিন্তু গেল দুই বছর ধরে দর্শক সিরিয়াস গল্পের নাটকগুলো বেশ ভালোভাবে গ্রহণ করেছেন। সিরিয়াসধর্মী নাটকগুলো ভিউয়ার্সের তালিকায় ওপরের স্থান দখল করে নিয়েছে। অনেকেরই ধারণা, দর্শক শুধু হাসির নাটক দেখতে চায়। কিন্তু আমি মনে করি, দর্শক ভালো গল্পের নাটক দেখতে চায়। সেটি হতে পারে হাসির অথবা কান্নার। টিভি নাটকের বাইরে ‘নীল দরজা’ শিরোনামের একটি ওয়েব সিরিজেও দেখা গেছে জনপ্রিয় এই অভিনেতাকে। অনলাইন ও ইউটিউব ভিত্তিক কাজগুলোকে কিভাবে দেখেন? এই প্রসঙ্গে চঞ্চল বলেন, টিভি নাটকের পাশাপাশি এখন ওয়েব সিরিজে অনেকে অভিনয় করছেন। সময়ের চাহিদার সঙ্গে একসময় সবকিছুর পরিবর্তন হয়। সেই ধারাবাহিকতায় অনলাইনে প্রচুর কাজ হচ্ছে। তবে আমরা যেন কাজের মানটা ঠিক রাখি। সেটা সব মাধ্যমের জন্যই জরুরি। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য যেন অনলাইনে বজায় থাকে। আমাদের নিজস্ব সংস্কৃতিকে যেন না হারাই। টিভি ধারাবাহিকেও এই অভিনেতা দারুণ ব্যস্ত সময় পার করছেন। তার হাতে রয়েছে অনিমেষ আইচের ‘জোসনাময়ী’ সাগর জাহানের ‘সোনার খাঁচা’,  মাসুদ সেজানের ‘ডুগডুগি’ এবং ‘খেলোযাড়’ শিরোনামের ধারাবাহিকগুলো। এই অভিনেতা ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও সমাদৃত। তার অভিনীত সর্বশেষ মুক্তি প্রাপ্ত ছবি হলো ‘দেবী’। দর্শকের মধ্যে এই ছবিটি দারুণ সাড়া ফেলে। চলচ্চিত্র প্রসঙ্গে তার ভাষ্য, আমরা ছোট পর্দা থেকে যারা বড় পর্দায় অভিনয় করছি তাদের অনেক হিসেব-নিকেষ করতে হয়। আর আমি বরাবরই অন্যরকম চলচ্চিত্রে আগ্রহী। একটি চলচ্চিত্রে আমার যদি দর্শকদের কিছু দেখানোর সুযোগ না থাকে তাহলে সেটিতে আমি কখনোই অভিনয় করবো না। মামুনুর রশীদ রচিত ‘সুন্দরী’র মধ্য দিয়ে প্রথম টিভি নাটকে অভিনয় চঞ্চলের। এরই মাঝে ২০০৫ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘মায়ের জন্য মোবাইল’ বিজ্ঞাপনটি তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এই বিজ্ঞাপনই তাকে টেলিভিশন জগতে পেশাদার অভিনেতার দিকে ঠেলে দেয় বলে জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও