কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রোডশোতে কেজরিওয়ালকে থাপ্পড়, যুবক আটক

মানবজমিন প্রকাশিত: ০৬ মে ২০১৯, ০০:০০

নিজ দল আম আদমি পার্টির (আপ) প্রার্থী ব্রিজেশ গয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় রোডশো করছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অকস্মাৎ তার গাড়ির বনেটে উঠে যায় এক যুবক সুরেশ চৌহান (৩৩)। তাকে দেখা যায় অরবিন্দ কেজরিওয়ালকে থাপ্পড় মারছেন। সঙ্গে সঙ্গে তার ওপর চড়াও হয় প্রার্থী ব্রিজেশ ও দলীয় নেতাকর্মীরা। চলতে থাকে উত্তম-মধ্যম। পুলিশ তাকে উদ্ধার করে ভর্তি করেছে হাসপাতালে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এ ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় ঘাটতি নিয়ে আপের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। অরবিন্দ কেজরিওয়াল জেড-ক্যাটেগরির নিরাপত্তা পেয়ে থাকেন। তার সঙ্গে সব সময় ২৫ জন পুলিশ সদস্য ও একটি পাইলট গাড়ি থাকার কথা। কিন্তু তার নিরাপত্তায় ঘাটতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে দিল্লির উপমুখ্যমন্ত্রী মানিশ সিসোদিয়া টুইট করেছেন। তাতে বলেছেন, এখন কি অরবন্দি কেজরিওয়ালকে হত্যা করতে চান নরেন্দ্র মোদি ও অমিত শাহ? অন্যদিকে আপ দলের মুখপাত্র সৌরভ ভারাদ্বাজ অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীকে নিরাপত্তা দেয়ার ক্ষেত্রে দিল্লি পুলিশ নিম্নতম অবস্থান নিয়েছে। আপ-এর এমপি সঞ্জয় সিংও এ হামলার পেছনে ষড়যন্ত্র আছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন। কিন্তু ঘটনা এখানেই থেমে থাকেনি। দিল্লি পুলিশ যখন দাবি করেছে আটক সুরেশ চৌহান (৩৩) হলেন আপ দলের সমর্থক, তিনি মোতিনগরে অভ্যর্থনা দলে ছিলেন তখন আরো বিতর্ক শুরু হয়েছে। পুলিশ বলেছে, এ অবস্থায় পুলিশের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনা যায় না। তারা আরো বলেছে, মুখ্যমন্ত্রীর রোডশোর আগে আপ দল তাদের কাছে যেসব ব্যক্তির তালিকা দিয়েছিল তার মধ্যে সুরেশের নাম আছে  তবে পুলিশের এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সৌরভ ভারাদ্বাজ। তিনি বলেছেন, সুরেশ চৌহান আপের সমর্থক নয়। তার স্ত্রী মমতা নিজেই বলেছেন, তার স্বামী মোদির ভক্ত। দিল্লি পুলিশের অতিরিক্ত পিআরও অনীল মিত্তাল বলেছেন, ডিসিপি পর্যায়ের একজন কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তিনি যাচাই করে দেখবেন কীভাবে ওই ব্যক্তি অভ্যর্থনা গ্রুপের সঙ্গে যুক্ত হলো। শনিবার স্থানীয় সময় বিকাল ৫টা ৪৫ মিনিটে ওই ঘটনা ঘটে। ওই সময় মোতিনগর ও কীর্তিনগরের ভেতরে কামারপুরা বাজারের ভেতর দিয়ে যাচ্ছিলেন। অকস্মাৎ লাল শার্ট পরা সুরেশ চৌহান তার গাড়ির বনেটে উঠে দাঁড়ায়। মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে থাপ্পড় মারতে থাকে। সঙ্গে সঙ্গে তাকে প্রতিহত করেন প্রার্থী ব্রিজেশ গয়াল। পুলিশ বলেছে, পাশেই কৈলাশপার্কে একটি ভাঙারির দোকানের মালিক সুরেশ চৌহান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও