কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কাতারের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এনআরবি চেয়ারপারসনের সাক্ষাৎ

মানবজমিন প্রকাশিত: ০৫ মে ২০১৯, ০০:০০

কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী আলী বিন আহমেদ আল কুয়ারির সঙ্গে সাক্ষাৎ করেছেন এনআরবি চেয়ারপারসন এমএস সেকিল চৌধুরী। কাতারের রাজধানী দোহাতে এশিয়ান কো-অপারেশন ডায়ালগ (এসিডি)-এর বাণিজ্য বিষয়ক সম্মেলন চলাকালে তাদের মধ্যে বৈঠক হয়। বৈঠকে সেকিল চৌধুরী কাতারের মন্ত্রীর প্রতি বাংলাদেশি ব্যবসায়ী, কর্মকর্তা ও পরিদর্শকদের জন্য অন-এরাইভাল ভিসা পাওয়ার সুযোগ সৃষ্টির আহ্বান জানান। তিনি বলেন, পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর মতো বাংলাদেশকেও এমন সুযোগ দেয়া হলে দুদেশের মধ্যে ব্যবসা ও অর্থনৈতিক সম্পর্ক আরো বৃদ্ধি পাবে।কাতারের মন্ত্রী কুয়ারি এ বিষয়ে তাকে আশ্বস্ত করেছেন। কুয়ারি জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এ বিষয়ে তার সরকারের সঙ্গে ইতিবাচকভাবে কথা বলবেন। এনআরবি চেয়ারম্যান সেকিল চৌধুরী এসিডি আয়োজিত বিশেষ বাণিজ্য সম্মেলনে যোগ দিতে কাতারের রাজধানী দোহাতে অবস্থান করছেন। ২রা মে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও