কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘ডোপ পাপ’ লুকাতেই হেলসের অবসাদ নাটক

মানবজমিন প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯, ০০:০০

বিশ্বকাপের মতো বিশাল মঞ্চ সামনে রেখে ক্রিকেট থেকে দূরে সরে যাওয়ার আচমকা সিদ্ধান্ত জানান অ্যালেক্স হেলস। এতে খটকা লেগেছিল বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের। বলা হচ্ছিল, সাবেক ইংলিশ ক্রিকেটার মার্কাস ট্রেসকোথিক, জনাথন ট্রটের মতো হেলসও মানসিক অবসাদে ভুগছেন। কিন্তু হেলসের গোমর ফাঁস করলো ইংলিশ  দৈনিক গার্ডিয়ান।  অবসাদ নয়, মাদক সেবন করার দায়ে তিন সপ্তাহের নিষেধাজ্ঞা পোহাচ্ছেন অ্যালেক্স হেলস। বিশ্বকাপের জন্য আগেই ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইংল্যান্ড। নিজ দেশে অনুষ্ঠিতব্য ক্রিকেটের এ মহাযজ্ঞে ইংল্যান্ড দলে যথারীতি নাম রয়েছে অ্যালেক্স হেলসের। গত চার বছরে র?্যাঙ্কিংয়ের শীর্ষে তোলা ক্রিকেটারেরাই জায়গা পেয়েছেন ইংল্যান্ড দলে। এউইন মরগানকে অধিনায়ক করে নিজেদের মাটিতে শিরোপা জয়ের মিশনে নামবে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল ইংল্যান্ড।২০১৬তে নিরাপত্তার অজুহাতে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়ান অ্যালেক্স হেলস। যদিও সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে খেলতে আসেন এ ইংলিশ ব্যাটসম্যান। এবারের বিশ্বকাপে জেসন রয় আর জনি বেয়ারস্টোর সঙ্গে ব্যাক-আপ ওপেনার হিসেবেই দলে জায়গা পেয়েছিলেন হেলস। গত সপ্তাহে হেলসের কাউন্টি দল নটিংহ্যামশায়ারের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, ‘অ্যালেক্স হেলস ব্যক্তিগত কারণে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিচ্ছেন। সে কবে ফিরবে, তা বলা যাচ্ছে না।’ কিন্তু ইংলিশ পত্রিকা গার্ডিয়ান জানিয়েছে, মাদক সেবন করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছে ধরা পড়েছেন হেলস। ইতিমধ্যে দুবার ডোপ টেস্টে পজিটিভও হয়েছেন। ফলে নিয়মানুযায়ী তিন সপ্তাহের নিষেধাজ্ঞা ও বাৎসরিক বেতনের ৫% জরিমানা হয়েছে হেলসের। তবে জানা যায়নি হেলসের শাস্তি কবে থেকে শুরু হয়েছে। মনে করা হচ্ছে, আগামী ৩রা মে নির্ধারিত আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগেই দলের সঙ্গে ফিরবেন হেলস। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংলিশরা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আগামী ৩০শে মে। বিশ্বকাপের প্রস্তুতিতে আগামী সপ্তাহে কার্ডিফে অনুশীলন শুরু করবে ইংল্যান্ড দল। বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে ইংলিশরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও