কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কিউবায় ইন্টারনেটের গতি বৃদ্ধিতে কাজ করবে গুগল

মানবজমিন প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ০০:০০

কিউবায় ইন্টারনেট সেবা বৃদ্ধিতে গুগলের সঙ্গে চুক্তি করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিযোগাযোগ কোম্পানি ইটিইসিএসএ। সমাজতান্ত্রিক এ দ্বীপরাষ্ট্রটির সর্বত্র ইন্টারনেট সেবার মান বৃদ্ধিতে নানা গবেষণা ও তার ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করবে গুগল। ওয়াশিংটন ও হাভানার মধ্যে চলা কূটনৈতিক উত্তেজনার মধ্যেই এ চুক্তি সাক্ষরিত হল। এ খবর দিয়েছে আল-জাজিরা।বৃহস্পতিবার সাক্ষরিত এই চুক্তিতে বলা হয়েছে, কিউবার সকল স্থানে ইন্টারনেট সেবা পৌছে দিতে ও এর গতি বৃদ্ধিতে কাজ করবে গুগল। দেশটিতে ইন্টারনেট বিস্তারের প্রতিশ্র“তি দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল। বর্তমানে দেশটি মিত্র রাষ্ট্র ভেনিজুয়েলা থেকে আসা সাবমেরিন ফাইবার ক্যাবলের ওপর নির্ভর করে ইন্টারনেট সেবা দিয়ে থাকে। কিন্তু এটি বেশ ধীরগতির ও এর ওপর অতিরিক্ত চাপ পরছে। গুগলের প্রকৌশলীরা এখানে কিউবান প্রকৌশলীদের সঙ্গে কাজ করবে কিভাবে এ গতি বৃদ্ধি করা যায়। এ জন্য তারা একটি সরাসরি সংযোগ তৈরির পরিকল্পনা গ্রহণ করেছেন। এ জন্য যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার মধ্যে থাকা ফাইবার ক্যাবল থেকে সংযোগ দেয়া হবে কিউবাকে।গত বছরের ডিসেম্বরে কিউবায়  মোবাইল ইন্টারনেট চালু হয়। এরইমধ্যে সেখানে থ্রি জি সেবা দেয়া শুরু হয়েছে। তবে এখনো উচ্চ মূল্যের কারনে অনেক কিউবানই ইন্টারনেট সেবা থেকে দূরে আছেন। তারা শুধু ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট চালাতে সক্ষম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও