কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দোহারে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ বিরোধী মতবিনিময় সভা

মানবজমিন প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ০০:০০

দোহার উপজেলার কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দোহার থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দোহার উপজেলাকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত করতে প্রশাসন কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা তোমাদের কাছাকাছি আসতে চাই। তোমাদের সমস্ত সুখ দুঃখের সাথী হতে চাই। মানুষের জীবনে তিনটি স্তর। ছাত্র জীবন, কর্ম জীবন আর অবসর জীবন। ভালোভাবে চলার জীবন হলো ছাত্র জীবন। তুমি তোমার কর্ম জীবনকে কিভাবে পরিচালিত করবা, তোমার কর্মজীবন কেমন হবে তা নির্ভর করে তোমার ছাত্র জীবনের উপর। এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, কুসুমহাটি ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য পিয়ার হোসেন, কাউসার মোল্লা, থানার সেকেন্ড অফিসার এসআই সৌমেন মিত্র, মাহমুদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল হুদা, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ফারুক-ই-আজমসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও