কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এসএমপিতে ৯৯৯ এর এমডিটি সেবা চালু

দৈনিক সিলেট প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০১৯, ০৮:০৮

দৈনিকসিলেটডটকম:পুলিশ সেবা সপ্তাহ'র দ্বিতীয় দিনে জাতীয় জরুরী সেবা-৯৯৯ এর সর্বাধুনিক সেবা এমডিটি (মোবাইল ডাটা টার্মিনাল) চালু করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সিলেট মেট্রোপলিটন পুলিশের ০৬ (ছয়) টি থানায় এমডিটি মেশিন সংযোজন করা হয়েছে। এ উদ্যোগ নগরের আইন-শৃঙ্খলা রক্ষায় একটি অনন্য সংযোজন। জনগনের দোরগোড়ায় ৯৯৯ এর মাধ্যমে তাৎক্ষনিক সেবা পৌছানোই সিলেট মেট্রোপলিটন পুলিশের লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা। এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা জানান, 'এমডিটি একটি ডিজিটাল ডিভাইস যা পুলিশের পেট্রোল পিকআপের সংযোজিত থাকে। কোন সাহায্য প্রার্থী ৯৯৯ এ ফোন করলে সয়ংক্রিয়ভাবে তার মোবাইল নম্বর, অবস্থান (গুগলের মাধ্যমে ম্যাপ সহ), সমস্যার ধরনসহ বিভিন্ন তথ্যাদি সংশ্লিষ্ট থানা এলাকার এমডিটি ডিভাইসটিতে তাৎক্ষনিক ভাবে চলে আসবে। ওই গড়িতে থাকা ডিউটিরত পুলিশ অফিসার ম্যাসেজটি পাওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষনিক ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সাহায্য প্রার্থীকে সেবা নিশ্চিত করবেন।' সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেবার উদ্বোধন করেন এসএমপি কমিশনার গোলাম কিবরিয়া। এসএমপি সদর দপ্তর নাইওরপুলে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-কমিশনার (সদর ও প্রশাসন) মো. কামরুল আমীন, উপ-কমিশনার (পিওএম এন্ড প্রটোকল) তোফায়েল আহমেদ, উপ-কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম, উপ-কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা পিপিএম, উপ-কমিশনার (ডিবি ও প্রসিকিউশন) সঞ্জয় সরকার, অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসএমপির উর্ধ্বতন কর্মকর্তা এবং সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ সহ সকল স্তরের পুলিশ সদস্যবৃন্দ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও