কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না: তৈমুর আলম খন্দকার

আমাদের সময় প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০১৯, ১৭:৫০

বিএনপি যদি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে না যেত তাহলে নানা কথা হতো। এবার বিএনপি নির্বাচন গিয়ে প্রমাণ করলো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না- মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। শুক্রবার রাতে সময় একটি বেসরকারি টেলিভিশনের ‘টকশোতে’ তিনি এসব কথা বলেন। তৈমুর আলম খন্দকার বলেছেন, বিএনপিকে বলা হয় আগুন সন্ত্রাসের দল। কিন্তু একটি গণতন্ত্রিক দল হিসেবে বিএনপি তা করে না এবং আমি আগুন সন্ত্রাস করি না। পাশাপাশি সংবিধান যে অধিকার দিয়েছে স্বাধীন দেশের নাগরিক হিসেবে একজন নাগরিক সভা-সমাবেশ, প্রচার-প্রচারণা করতে পারে। যেখানে এই কাজগুলো করতে দেয়া হয়নি। সেখানে বিএনপি কিভাবে নির্বাচন করবে। স্বাধীনতার পক্ষের শক্তির কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, স্বাধীনতার পক্ষের শক্তি কথাটি এই না যে আওয়ামী লীগের পক্ষের শক্তি। আওয়ামী লীগের পক্ষের শক্তি যারা আছেন, তার স্বাধীনতার শক্তি আর তাদের বিপক্ষে যারা কথা বলে তারা সবাই আলবদর ও রাজাকার তা সঠিক নয়। বিএনপি একটি মুক্তিযোদ্ধার দল। আমরা অন্য কোনো নেতার যে অবদান রয়েছে তা অস্বীকার করছি না। জিয়াউর রহমানের অবদানের কথাও অস্বীকার করা যাবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও