কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আবাহনীকেও হারালো বসুন্ধরা কিংস

আমাদের সময় প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৯, ২০:৪৮

বাংলাদেশ প্রিমিয়ার লিগে দেশীয় ফুটবলের দুই শক্তিশালী দল শেখ জামাল আর আবাহনী লিমিটেডকে হারিয়ে চমক দেখালো ফুটবলের নবাগত বসুন্ধরা কিংস। গত ১৮ জানুয়ারি শেখ জামালকে হারানোর পর বুধবার ঐতিহ্যবাহী আবাহনীকেও হারিয়ে দেয় বসুন্ধরা। একপেশের ম্যাচে তারা ৩-০ গোলে পরাস্ত করে আকাশী -হলুদ জার্সির দলকে। দেশের এক সময়ের প্রভাবশালী দলটিকে এখন যে কোনো দলই বলে-কয়ে হারিয়ে দেয়। নীলফমারী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এক তরফা খেলে বিপিএলে হ্যাটট্রিক শিরোপা অর্জনকারী আবাহনীকে হারিয়ে উল্লাসে মাতে বসুন্ধরার সেনারা। খেলার প্রধমার্ধের দৃশ্য দেখলে মনে হবে না, আবাহনী পরাজয় স্বীকার করবে বলে। আক্রমণ ও প্রতিআক্রমণে প্রথমার্থে যেনো নাভিশ্বাস উঠে দুই দলের খেলোয়াড়দের। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে গোলের সুযোগ আর হাতছাড়া করেনি বসুন্ধরা। নাসিরের দেয়া গোলে এগিয়ে যায় দলটি। তবে আবাহনীও একাধিক গোলের সুযোগ পেয়েছিলো। কিন্তু গোলরক্ষকের অনমনীয় দৃঢ়তায় বেঁচে যায় বসুন্ধরা। দ্বিতীয়ার্ধে বসুন্ধরার সামনে দাঁড়াতেই পারেনি আবাহনী। মধ্যমাঠের আর রক্ষণভাগের ব্যর্থতায় আবহনীর গোলমুখে দুর্গ গড়ে তুলে বসুন্ধরা। ফলে আরও ২টি গোল আদায় করে জয় নিশ্চিত করে তারা। ৬০ মিনিটে মতিন আর ৬৯ মিনিটে কলিনড্রেস গোল দুটি আদায় করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও