কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে মার্কিন প্রার্থী বাছাইয়ে মত দেবেন ইভাঙ্কা: হোয়াইট হাউজ

আমাদের সময় প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০১৯, ১২:৩৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সম্ভাব্য প্রার্থী তালিকায় আছেন বলে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিলো। কিন্তু, এমন প্রতিবেদন উড়িয়ে দিয়ে প্রার্থী বাছাইয়ে তিনিও ভূমিকা রাখবেন বলে সোমবার হোয়াইট হাউজের একজন কর্মকর্তা জানিয়েছেন। রয়টার্সনাম প্রকাশ না করার শর্তে ঐ কর্মকর্তা জানান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ইভাঙ্কার নাম অনেক গণমাধ্যমে প্রচার করা হলেও তার সম্ভাবনা নেই। বিষয়টি জনসম্মুখে প্রকাশ করার মতো নয়, তবে এই পদটির জন্য মার্কিন প্রার্থী বাছাইকরণে তার সহায়তা নেয়া হবে।ইভাঙ্কা ট্রাম্প বিশ্বব্যাংকের সঙ্গে গত ২ বছর নিবিড়ভাবে কাজ করায় তার অভিজ্ঞতা কাজে লাগাতে সাহায্য চেয়েছেন ট্রেজারি সেক্রেটারি স্টিভেন নুচিন ও হোয়াইট হাউজের চিফ অব স্টাফ মাইক মালভেন্সি।উল্লেখ্য, ১৯৪৬ সালে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠা হওয়ার পর থেকে প্রথাগত ভাবেই এই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট হিসেবে মার্কিনিরাই নির্বাচিত হয়ে আসছেন। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট নির্বাচনে ভোটিং পাওয়ারে সর্বাাধিক ক্ষমতা ১৫.৮৫ ভাগ সংরক্ষণ করে রেখেছে যুক্তরাষ্ট্র তাই তাদের প্রার্থীরাই এই পদের জন্য অগ্রাধিকার পেয়ে থাকেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও