কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যুক্তরাষ্ট্র ভ্রমনে সতর্কতা জারি করলো রাশিয়া

আমাদের সময় প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০১৯, ১৩:৫৪

রুশ নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমনে সতর্কতা জারি করেছে মস্কো। সম্প্রতি যুক্তরাষ্ট্র বিভিন্ন অভিযোগে রুশ বেশ কয়েকজন নাগরিককে আটক করায় দেশটি এমন সতর্কতা জারি করেছে বলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। আরটিশনিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণায় এক বিবৃতিতে জানায়, মার্কিন প্রশাসন রুশ নাগরিকদের শিকারে পরিণত করেছে। তাই ভ্রমনকারীদের অবশ্যই দেশটি সফরে সতর্কতা অবলম্বন করা উচিৎ। গত ২৯ ডিসেম্বরও মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই যুক্তরাষ্ট্রের সাইপান এলাকা থেকে একজন রাশিয়ান নাগরিককে আটক করেছে।রুশ নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমন করার আগে সতর্কতা অবলম্বন করতে হবে এবং তাদের নিশ্চিত হতে হবে যে, মার্কিন প্রশাসন তাকে শিকারে পরিণত করতে পারবে না। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী রুশ নাগরিকদের ওপর শিকার অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই র‌্যাবকভ।উল্লেখ্য, গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্র রুশ নাগরিক মারিয়া বুতিনাকে আটকের পর সম্প্রতি রাশিয়া একই অভিযোগে মার্কিন সাবেক একজন মেরিন সেনাকে আটক করেছে। এর পরই পাল্টাপাল্টি পদক্ষেপের অংশ হিসেবে দেশদ্বয় পরস্পরের নাগরিকদের টার্গেটের আশঙ্কায় সতর্কতা জারি করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও