কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সেই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত

মানবজমিন প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

শরীয়তপুরের ভেদরগঞ্জে ১১ ছাত্রীর চুল কেটে দেয়ার দায়ে প্রধান শিক্ষিকা কাবেরি গোপকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল দুপুরে ঢাকা বিভাগীয় উপপরিচালক তাকে সাময়িক বরখাস্ত করেন। শরীয়তপুর জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। গত বৃহস্পতিবার ভেদরগঞ্জ উপজেলার ২৯নং ডিএমখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার নির্দেশে দপ্তরি জুমান ৫ম শ্রেণির ১১ ছাত্রীর চুল কেটে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে উঠে শিক্ষার্থী ও তাদের স্বজনরা। এনিয়ে রোববার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রচারিত হয়। এরপর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মশিউল আজম হিরক ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা মিয়াকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশে দেন। সোমবার সরজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় মঙ্গলবার জেলা প্রথমিক শিক্ষা কর্মাকর্তার নিকট তারা প্রতিবেদন দাখিল করেন। ওইদিনই জেলা শিক্ষা কর্মকর্তা বিভাগীয় ব্যবস্থ্যা নেয়ার সুপারিশ করে ঢাকা বিভাগীয় উপপরিচালকের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তার পরিপ্রেক্ষিতে ঢাকা বিভাগীয় উপপরিচালক তাকে সাময়িত বরখাস্ত করেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ জনান, ওই অভিযুক্ত শিক্ষিকাকে সাময়িক বরখাস্তের আদেশ সম্বলিত ঢাকা বিভাগীয় উপপরিচালকের পত্র পেয়েছি। সঙ্গে সঙ্গে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও