কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বান্দরবানে ঝর্ণায় গোসল করতে নেমে আইডিয়ালের ছাত্র নিহত

মানবজমিন প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৮

বান্দরবানে ঝর্ণায় গোসল করতে নেমে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার রেইছা রুপালী ঝর্ণায় এ ঘটনা ঘটে। নিহত কলেজছাত্রের নাম তাহসান আহমেদ। সে রাজধানীর  রামপুরার আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র।পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে ঢাকার রামপুরার আইডিয়াল কলেজের ১৩২ জন শিক্ষার্থী শিক্ষা সফরে বান্দরবান আসেন। দুপুরে তারা বান্দরবান সদর থেকে ৭ কিলোমিটার দূরে রেইছা রুপালী ঝর্ণায় গোসল করতে যায়। এ সময় গোসল করতে নেমে পানিতে ডুবে তাহসান আহমেদ মারা যায়। তাহসানের সহপাঠিরা জানায়, গোসল করার জন্য ঝর্ণার উপর থেকে লাফ দিয়ে পানিতে নামায় নিচে পাথরে আঘাত পেয়ে সে ডুবে যায়। পরে সহপাঠি ও শিক্ষকরা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রত্যুষ পল ত্রিপুরা বলেন, কলেজ ছাত্রটি কি কারণে মারা গেছে, সেটি বুঝা যাচ্ছে না। কারণ তাকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। আমরা পুলিশকে জানিয়েছি। যদি ময়নাতদন্ত হয় তাহলে মৃত্যুর কারণ জানা যাবে। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ঢাকা থেকে শিক্ষা সফরে এসে ঝর্ণায় গোসল করতে নেমে এক কলেজছাত্রের মারা যাওয়ার খবর পেয়েছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও