কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘কিউট সাময়িকী’তে প্রবীর মিত্র

মানবজমিন প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

কেমন আছেন প্রবীর মিত্র? এই প্রশ্ন এখন অনেকেরই। কারণ, পাঁচ/ছয় বছর ধরে শক্তিমান এই অভিনেতাকে কোথাও দেখা যাচ্ছে না। ছোট কিংবা বড় পর্দায়ও অনুপস্থিত তিনি। দীর্ঘদিন দুই হাঁটুর তীব্র অসুস্থতার কারণে প্রবীর মিত্র এখন ঘরের চার দেয়ালে বন্দি হয়ে দিন পার করছেন। চলতি বছরেই সিনেমায় তার ৫০ বছর অতিক্রান্ত হতে চলেছে। ১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান। যদিও চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৭১ সালের ১ জানুয়ারি। অসুস্থ হওয়ার পূর্বে প্রায় চার শত চলচ্চিত্রে অভিনয় করেছন প্রবীর মিত্র। গত ১৮ই আগস্ট প্রবীর মিত্র ৭৯ বছরে পদার্পণ করেছেন। দীর্ঘদিন পর, প্রবীর মিত্র কোনো টিভি-চ্যানেলের মুখোমুখি হলেন। চ্যানেল আই’র ‘কিউট সাময়িকী’ অনুষ্ঠানে তিনি কথা বলেছেন তার অতীত-বর্তমান, সুখ-দুঃখ, নিঃসঙ্গ একাকী জীবনের নানান প্রসঙ্গ নিয়ে। বিশিষ্ট চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমানের সঞ্চালনায় এই বিশেষ অনুষ্ঠানটি প্রচার হবে আগামীকাল সন্ধ্যা ৬টায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও