কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গুলশানে কূটনীতিকদের সঙ্গে ঐক্যফ্রন্টের বৈঠক

মানবজমিন প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০১:১৬

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতসহ প্রায় ১৫টি দেশের কূটনীতিকের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।বুধবার সকাল সোয়া ১০টায় রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের বাসায় বৈঠকে বসেন তারা।জানা যায়, বুধবার সকাল সোয়া ১০টায় গণফোরাম সভাপতি এবং জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঈন খানের বাসায় আসেন। তারা ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার, ব্রিটিশ রাষ্ট্রদূত, কানাডার উপ-রাষ্ট্রদূত ও জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন।বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ  চৌধুরীও। এছাড়া গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীও বৈঠকে উপস্থিত ছিলেন।বৈঠকের বিষয়ে জানতে চাইলে নামপ্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, দেশের বর্তমান রাজনেতিক পরিস্থিতি, খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও