কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শ্রীলঙ্কায় লড়বে ‘ইতি, তোমারই ঢাকা’

মানবজমিন প্রকাশিত: ৩০ আগস্ট ২০১৯, ০০:০০

শ্রীলঙ্কায় জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫ম আসর বসতে যাচ্ছে। আগামী ৩ থেকে ৯ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আসর। এই উৎসবে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’। ইমপ্রেস টেলিফিল্ম-এর কনসালটেন্ট (ফিল্ম) ও ‘ইতি, তোমারই ঢাকা’র ক্রিয়েটিভ প্রযোজক আবু শাহেদ ইমন জানান, শ্রীলঙ্কায় জাফনা চলচ্চিত্র উৎসবে এর আগেও ইমপ্রেস টেলিফিল্মের ‘জালালের গল্প’ ও গেল বছর ‘কমলা রকেট’ প্রদর্শীত হয়েছিলো। এবারও বাংলাদেশ থেকে একটি চলচ্চিত্র সেখানে প্রতিযোগিতা বিভাগে লড়ছে, আর সেটাও ইমপ্রেস টেলিফিল্মের বহুল প্রতীক্ষিত ছবি ‘ইতি, তোমারই ঢাকা’। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। শ্রীলঙ্কার সীমান্তবর্তী শহর জাফনা। আর এই শহরের নাম অনুসারেই পঞ্চমবারের মতো বসতে যাচ্ছে জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গত ২৩শে আগস্ট থেকে রাশিয়ায় অবস্থিত পৃথিবীর শেষ সীমান্ত হিসেবে পরিচিত সাখালিন শহরে বসে ১০ম সাখালিন ফিল্ম ফেস্টিভাল। এখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের ছবির সাথে দেখানো হয় ‘ইতি, তোমারই ঢাকা’। এই উৎসবে উপস্থিত হয়েছিলেন ছবির ক্রিয়েটিভ প্রযোজক আবু শাহেদ ইমন। ইমন আরো জানান, ছবিটি দেখে সবাই বেশ প্রশংসা করেছেন। আজ থেকে সিঙ্গাপুরে শুরু হয়েছে ‘সিঙ্গাপুর সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভাল’। এই উৎসবেও দেখানো হবো ছবিটি। আশা করছি আগামী অক্টোবরের দিকে ঢাকায় বড়পর্দায় ছবিটি সকলে দেখতে পাবেন। সাম্প্রতিক ঢাকার চিত্র নিয়ে নির্মিত ছবি ‘ইতি, তোমারই ঢাকা’। নির্মাতারা হলেন গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, তানিম নূর, তানভীর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও