কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘এখনই সময় এগিয়ে যাওয়ার’

মানবজমিন প্রকাশিত: ২৯ আগস্ট ২০১৯, ০০:০০

অডিও এবং সিনেমার গানে নিজেকে এরইমধ্যে প্রতিষ্ঠিত করেছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে শ্রোতাপ্রিয় গান তিনি উপহার দিয়ে আসছেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রের অন্যতম নির্ভরযোগ্য কণ্ঠে পরিণত হয়েছেন তিনি। ধারাবাহিকভাবে তার গাওয়া সিনেমার বেশ কিছু গানই পেয়েছে জনপ্রিয়তা। এদিকে স্টেজ শো নিয়েও সারা বছর ব্যস্ত থাকেন কনা। স্টেজের বাইরে জিঙ্গেল ও বিজ্ঞাপনে কণ্ঠ দেয়া নিয়েও চলে তার ব্যস্ততা। সব মিলিয়ে বলতে গেলে কনা বছর জুড়েই গানে ব্যস্ত সময় পার করেন। এদিকে চলতি বছরের এপ্রিলে চুপিসারে বিয়ে করেন এ গায়িকা। আর সেই বিয়ের খবর প্রকাশ পায় ক’দিন আগে। এখন গান ও নতুন সংসার নিয়েই চলছে তার ব্যস্ততা। কি অবস্থা? কেমন চলছে সময়? কনা উত্তরে বলেন, খুব ভালো। গান নিয়ে ব্যস্ততা যাচ্ছে। আর এটা খুব উপভোগ করছি। বিয়ে করেছেন তিন মাস আগে। খবরটা প্রকাশ হলো সম্প্রতি। এটা কেন? কনা বলেন, সত্যি বলতে দুই পরিবারই আপাতত চেয়েছে বিষয়টি প্রকাশ না হোক। তাছাড়া আমিও চাইনি। তবে এসব কথা আসলেই গোপন থাকে না। তিন মাস পরে হলেও সবাই জানতে পেরেছে। আমি নিজেও এখন স্বামী গহীনকে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যাচ্ছি, পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সম্পর্কটা কয়েক বছরের। এরপর বিয়ের সিদ্ধান্তটা নেয়া। সবাইকে জানাইনি। তবে খুব শিগগিরই একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়েতে আমন্ত্রণ জানাবো সবাইকে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। গান কেমন চলছে এখন? কনা বলেন, গান চলছে আপন গতিতে। আমি গানের মানুষ। গান ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। আর প্রতিদিনই কোনো না কোনো ব্যস্ততা থাকেই। স্টেজের পাশাপাশি প্লেব্যাক, অডিও গান, শুটিং, জিঙ্গেল, বিজ্ঞাপনে কণ্ঠ দেয়া নিয়েও ব্যস্ত থাকতে হচ্ছে। আমি গানের পাশাপাশি জিঙ্গেল ও বিজ্ঞাপনে কণ্ঠ দেই বলে ব্যস্ততা সব সময়ই থাকে। সিনেমার গানের কি খবর? কনা বলেন, সিনেমার গানে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার ব্যস্ততাও এখন এ জায়গায় বেশি। সম্প্রতি কয়েকটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছি। এগুলো শিগগিরই হয়তো প্রকাশ হবে। চলতি বছর যে গানগুলো প্রকাশ হয়েছে সেগুলো থেকে প্রশংসা পাচ্ছি। চলচ্চিত্রের গানটা নিয়মিতই চালিয়ে যেতে চাই। অডিও গানের কাজ কি চলছে? কনা বলেন, বেশ কিছু নতুন গান তৈরি হয়ে আছে। অচিরেই এগুলো প্রকাশ হবে। আরো কিছু গানের কাজ হবে সামনে। আমি নিজের ইউটিউব চ্যানেলেও নির্দিষ্ট সময় পর পর নতুন গান প্রকাশ করছি। তারই ধারাবাহিকতায় কিছু গান করা হয়েছে। আমার বিশ্বাস গানগুলো প্রকাশ হলে ভালো লাগবে সবার। এখন মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে? কোন দিকে যাচ্ছি আমরা? কনা উত্তরে বলেন, এখন ডিজিটালি গান প্রকাশ হচ্ছে। সারা বিশ্বে এভাবেই গান প্রকাশ হয়। ইউটিউবে গান শুনছে বেশিরভাগ শ্রোতারা। আমার মনে হয় এখনই সময় এগিয়ে যাওয়ার। কারণ এখন যে যার প্রতিভা প্রকাশ করতে পারছে। এক্ষেত্রে মেধাবী নতুনদের জন্য একটি দ্বার উন্মোচিত হয়েছে। কোম্পানির পাশাপাশি শিল্পীরা নিজস্ব ইউটিউব চ্যানেলেও গান প্রকাশ করতে পারছে নিয়মিত। এটা ইতিবাচক দিক। নেতিবাচক দিক যে নেই তা বলবো না। তবে নেতিবাচক বিষয়কে প্রত্যাখ্যান করতে হবে। ইতিবাচকটাকে গ্রহণ করতে হবে। আমি মনে করি গানের অবস্থা এখন মোটামুটি ভালো। সামনে অবস্থা আরো ভালো হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও