কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জুলাইয়ে ৯৭৭ কোটি টাকার কৃষিঋণ বিতরণ

মানবজমিন প্রকাশিত: ২৫ আগস্ট ২০১৯, ০০:০০

বড় ঋণের পাশাপাশি ক্ষুদ্র, মাঝারি এমনকি কৃষিঋণের বিতরণও বাড়ছে দিনের পর দিন। গত অর্থবছরে (২০১৮-১৯) ব্যাংকের মাধ্যমে কৃষিঋণ বিতরণ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। চলতি (২০১৯-২০) অর্থবছরের প্রথম মাসে (জুলাই) ৯৭৭ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করেছে দেশের ব্যাংক খাত। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। নতুন অর্থবছরে জন্য (২০১৯-২০২০) কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৪ হাজার ১২৪ কোটা টাকা। ২০১৮-১৯ অর্থবছরে কৃষিঋণ বিতরণ হয়েছে মোট ২৩ হাজার ৬১৬ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার তুলনায় ১ হাজার ৮১৬ কোটি টাকা বেশি। এটা আগের অর্থবছরের তুলনায় ২ হাজর ২২২ কোটি টাকা বেশি। যা মোট লক্ষ্যমাত্রার প্রায় ১০৮.৩৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলো বিতরণ করেছে ৫৬১ কোটি টাকা। অন্যদিকে, রাষ্ট্রায়ত্ব ব্যাংক বিতরণ করেছে ৪১৬ কোটি টাকা। আগের বছরের একই সময়ে বেসরকারি ও বিদেশি একত্রে এবং রাষ্ট্রায়ত্ব ব্যাংকের বিতরণের পরিমাণ ছিল যথাক্রমে ৭৮৩ এবং ৩৬৮ কোটি টাকা। সামগ্রিকভাবে আগের বছরের তুলনায় এবছর কৃষিঋণ বিতরণ ১৭৪ কোটি টাকা কমেছে। উল্লেখ্য, চলতি অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা গত ২০১৮-১৯ অর্থবছরের তুলনায় প্রায় ১০.৬৬ শতাংশ বেশি। কৃষি ও পল্লী ঋণের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় চলতি অর্থবছরে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর জন্য ১০ হাজার ৩৭৫ কোটি টাকা এবং বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য ১৩ হাজার ৭৪৯ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত