কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বোল্টের ২৫০, সাউদির ৫০০

মানবজমিন প্রকাশিত: ২৪ আগস্ট ২০১৯, ০০:০০

বৃষ্টি বিঘ্নিত কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে ব্যক্তিগত মাইলফলকে উজ্জ্বল নিউজিল্যান্ডের পেস জুটি ট্রেন্ট বোল্ট-টিম সাউদি। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের ৬৫তম ম্যাচে নিউজ্যিান্ডের তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ২৫০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান বাঁহাতি পেসার বোল্ট। একই দিন বোল্টের সতীর্থ টিম সাউদি তিন ফরমেট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। ৬ উইকেটে ১৪৪ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে মাত্র ২৯.৩ ওভার খেলা হয় গতকাল। প্রথম দিনে হয়েছিল ৩৬.৩ ওভার। পি সারা ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে ২৪৯ উইকেট নিয়ে ম্যাচ শুরু করেন বোল্ট। ইনিংসের ৪২তম ওভারের প্রথম বলে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ফিরিয়ে ২৫০তম উইকেট পূর্ণ করেন তিনি। একই ওভারে কুশল পেরেরাকেও তুলে নেন বোল্ট। নিউজিল্যান্ডের হয়ে টেস্টে তৃতীয় সর্বাধিক উইকেট শিকারি বোলার বোল্ট। ৩৬১ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে সাবেক বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি। কিংবদন্তি স্যার রিচার্ড হ্যাডলি ৪৩১ উইকেট নিয়ে আছেন শীর্ষে। অন্যদিকে ৪৯৮ আন্তর্জাতিক উইকেট নিয়ে শুরু করেন ডানহাতি পেসার টিম সাউদি। ইনিংসের ৫৮তম ওভারে লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে ও নিরোশান ডিকওয়েলকে ফিরিয়ে পৌঁছে যান ম্যাজিক্যাল ফিগারে। ৫০০ উইকেট নিয়ে তার লেগেছে ২৬৫ ম্যাচ। মধ্যে ২৪৭ উইকেট নিয়েছেন টেস্টে। আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ উইকেট পাওয়া তৃতীয় কিউই বোলার সাউদি। এই তালিকাতে সাউদির আগে স্যার রিচার্ড হ্যাডলি (৫৮৯) ও ড্যানিয়েল ভেট্টোরি (৬৯৬)। সবমিলিয়ে বিশ্বের ৩৪তম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন তিনি।নিউজিল্যান্ডের পক্ষে টেস্টে সর্বাধিক শিকারনাম ম্যাচ উইকেটরিচার্ড হ্যাডলি ৮৬ ৪৩১ড্যানিয়েল ভেট্টোরি ১১২ ৩৬১ ট্রেন্ট বোল্ট ৬৩ ২৫১টিম সাউদি ৬৭ ২৪৭ক্রিস মার্টিন ৭১ ২৩৩আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক শিকারনাম ম্যাচ উইকেটড্যানিয়েল ভেট্টোরি ৪৩৭ ৬৯৬রিচার্ড হ্যাডলি ২০১ ৫৮৯টিম সাউদি ২৬৫ ৫০০ট্রেন্ট বোল্ট ১৭৭ ৪৫২ক্রিস কেয়ার্নস ২৭৮ ৪১৯

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও