কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আজই আসছেন ডমিঙ্গো-ল্যাঙ্গাভেল্ট

মানবজমিন প্রকাশিত: ২০ আগস্ট ২০১৯, ০০:০০

আজই বাংলাদেশের মাটিতে পা রাখছেন টাইগারদের নয়া প্রধান কোচ রাসেল ক্রেগ ডমিঙ্গো। আগামীকাল যোগ দিবেন জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে। একই দিনেই আসছেন পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেল্টও। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের আগেই কাজ শুরু করবেন এই দুই কোচ। তবে স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরি কবে যোগ দেবেন সেই বিষয়ে জানা যায়নি। আজ দুই কোচের আসার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। গত শনিবার রাসেল ডমিঙ্গোকে জাতীয় দলের ১৩তম প্রধান কোচ হিসেবে ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রধান কোচকে প্রাথমিকভাবে ২ বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। জানা গেছে বেতন-ভাতাসহ সব মিলিয়ে মাত্র ১৮ হাজার ডলারেই তিনি রাজি হয়েছেন টাইগারদের গুরুদায়িত্ব নিতে। শুধু তাই নয় প্রধান কোচ হওয়ার পর তিনি জানিয়েছেন বাংলাদেশকে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে সেরা চারে দেখতে চান। ইংলিশ কোচ স্টিভ রোডসের বিদায়ের পর ধারণা করা হচ্ছিল আবারো প্রধান কোচ সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ। তবে এবার সেটি হয়নি। বিসিবির তালিকায় ছিল বেশ কয়েকজন হাইপ্রোফাইল কোচও। তারা বাংলাদেশ দলের দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন। তবে তাদের মধ্যে স্বশরীরে এসে একমাত্র ডমিঙ্গোই বিসিবিকে সাক্ষাৎকার দেন। এবার টাইগারদের কোচিং স্টাফদের মধ্যে ডমিঙ্গো ও ল্যাঙ্গাভেল্ট ছাড়াও আছেন আরো দুইজন প্রোটিয়া কোচ। তারা হলে ফিল্ডিং কোচ রায়ান কুক ও ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। আর রাসেল ডমিঙ্গো বলেন, সাবেক সহকর্মীদের সঙ্গে বাংলাদেশে কাজ করতে মুখিয়ে রয়েছেন তিনি। এর আগে দক্ষিণ আফ্রিকার কোচ থাকার সময় ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত ডমিঙ্গোর সহকর্মীই ছিলেন ল্যাঙ্গাভেল্ট আর ম্যাকেঞ্জি। বিষয়টি নিয়ে রোমাঞ্চিত টাইগারদের নতুন হেড কোচ। গতকাল ‘ক্রিকইনফো’কে দেয়া এক সাক্ষাতকারে ডোমিঙ্গো বলেন, ‘তাদের সঙ্গে মিলে দারুণ একটা ম্যানেজম্যান্ট হবে। শার্ল (ল্যাঙ্গাভেল্ট) দুর্দান্ত একজন বোলিং কোচ। রায়ানেরও (কুক) কাজের নীতি ভালো, ফিল্ডিং নিয়ে সে আলাদাভাবে চিন্তা করে। নিল (ম্যাকেঞ্জি) দারুণ একজন মানুষ। আমি মঙ্গলবার (আজ) আসছি। ম্যানেজম্যান্টের বাকিদের সঙ্গে মিলে আমিও একটা আইডিয়া বের করতে পারবো। চেষ্টা করবো, যে জায়গাটায় ঘাটতি আছে তা পূরণ করার। এই মুহূর্তে আমি এই তিনজনের সঙ্গে মিলিত হতে মুখিয়ে রয়েছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও