কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তালেবান প্রধানের ভাইকে হত্যা শান্তি আলোচনার পথে সমস্যা নয়

মানবজমিন প্রকাশিত: ১৯ আগস্ট ২০১৯, ০০:০০

পাকিস্তানের একটি মসজিদে বোমা হামলা চালিয়ে তালেবান প্রধানের ভাইকে হত্যার বিষয়ে মুখ খুলেছে জঙ্গি সংগঠনটি। তারা জানিয়েছে, এ ঘটনা যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা থেকে তাদেরকে সরিয়ে নিয়ে আসবে না। তারা আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের নিশ্চিত প্রত্যাহার চায়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।শুক্রবারের নামাজের সময় পাকিস্তানের কোয়েটার একটি মসজিদে তালেবানের প্রধান হাতিবাতুল্লাহ আখুন্দজাদার ভাই নামাজ পড়তে গেলে সেখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনিসহ আরো ৪ জন নিহত হন। নিহতের সময় তিনি নামাজের ইমামতি করছিলেন। অন্য কোনো জঙ্গি সংগঠন এখনো এ হামলার দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তান ও পাকিস্তানে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের সঙ্গে দ্বন্দ্ব রয়েছে তালেবানের। এর আগে তালেবান ও মার্কিন কর্মকর্তারা উভয়েই জানিয়েছিল যে, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে সন্তোষজনক দিকে আগাচ্ছে তাদের আলোচনা। এর পর পরই এই হামলার ঘটনা ঘটলো। এ নিয়ে এক তালেবান নেতা টেলিফোনে রয়টার্সকে জানায়, কেউ যদি মনে করে আমাদের নেতাদের ‘শহীদ’ করে আমাদের থামিয়ে দেয়া যাবে তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার কথা উল্লেখ করে সে জানায়, আমরা আমাদের লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও